বাংলারজমিন
বন্ধু মমিন গ্রেপ্তার
পরকীয়ার কারণেই সম্রাটকে হত্যা
স্টাফ রিপোর্টার, পাবনা থেকে
২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার
‘পরকীয়া প্রেমের সম্পর্কের কারণে ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে রূপপুর প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেনকে হত্যা করা হয়েছে।’ র্যাবের কাছে গ্রেপ্তার হওয়া এই হত্যা মামলার প্রধান আসামি সম্রাটের বন্ধু আব্দুল মমিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনই তথ্য জানিয়েছে। তবে, কীভাবে, কোন পরিকল্পনায়, কাদের সাহায্যে সম্রাটকে হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি র্যাব। গত রোববার রাতে ঢাকার হাতিরঝিল থানার বাংলামোটর এলাকা থেকে মমিনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃত মমিন পাবনার ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা মধ্যপাড়া (দোকানপাড়া) গ্রামের বাহাদুর খাঁর ছেলে। নিহত সম্রাট একই উপজেলার মধ্য অরনকোলা রিফুজি কলোনি এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে। এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় এখন পর্যন্ত মোট দুইজন আসামি গ্রেপ্তার হলো। এর আগে মমিনের স্ত্রী সীমা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। র্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় শনিবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সম্রাটের বন্ধু মমিনকে এক নম্বর ও তার স্ত্রী সীমাকে দুই নাম্বার আসামিসহ আরও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাতানামা আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকেই আসামি মমিন আত্মগোপনে চলে যায়।