ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

আর্জেন্টিনায় উৎসবের রাতে মেসির ‘৮০০’

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৩, শনিবার
mzamin

বিশ্বকাপ শিরোপা উদ্‌যাপন করতে প্রীতি ম্যাচের আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ)। গতকাল বুয়েন্স আয়ার্সের এল মনুমেন্তাল স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে পানামাকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। সেলিব্রেশনের এই ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল পেয়েছেন আর্জেন্টিনার তরুণ ফুটবলার থিয়াগো আলমাদা। আর ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
প্রথমবারের মতো তিন তারকা খচিত জার্সি পরে মাঠে নামে আর্জেন্টিনার ফুটবলাররা। পানামার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে আলবিসেলেস্তেরা। মুহুর্মুহু আক্রমণ করলেও অবশ্য প্রথম গোলের দেখা পেতে ৭৮ মিনিট অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। মেসির বাঁকানো ফ্রি কিক পোস্টে লেগে ফেরার পর বল বুক দিয়ে নামিয়ে শট নিতে গিয়ে ঠিক মতো পারেননি লিয়ান্দ্রো পারেদেস। এর পর সুযোগ পেয়ে দুরূহ কোণ থেকে জোরালো শটে দলকে এগিয়ে নেন আলমাদা। 
৮৯তম মিনিটে গোল পান লিওনেল মেসি। এর আগে তার দুটি ফ্রি কিক ভাগ্যের ফেরে পোস্টে লাগলেও এবার আর ব্যর্থ হননি আর্জেন্টিনা অধিনায়ক। বাঁকানো শটে রক্ষণ দেয়ালের উপর দিয়ে খুঁজে নেন জাল।

বিজ্ঞাপন
পেশাদার ক্যারিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে মেসির গোল হলো ৮০০টি। সবচেয়ে বেশি ৮৩০ গোল করে শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে মেসির গোল হলো ৯৯টি।
উদ্‌যাপনের ম্যাচটিতে মনুমেন্তালে ছিল ভক্ত-সমর্থকদের উপচে পড়া ভিড়। দর্শকদের জন্য আর্জেন্টিনার রাজধানীতে অবস্থিত স্টেডিয়ামটির ফটক খুলে দেয়া হয় ম্যাচের প্রায় ৫ ঘণ্টা আগে। ৮৪ হাজার দর্শকের উপস্থিতিতে মনুমেন্তালের জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় মেসিদের কাতার বিশ্বকাপের পারফরম্যান্সের ভিডিওচিত্র। বিখ্যাত ডিজে ফের পালাসিও সুরে সুরে মাতিয়ে রাখেন দর্শকদের। পালাসিওর সঙ্গে যোগ দেয় পপ ব্যান্ড লস তোতোরা এবং লা তাই লা এম ব্যান্ডও। কাতার বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকেরা যে গানটা গেয়েছেন, সেই ‘মুচাচোস’ গানেও মুখরিত ছিল এল মনুমেন্তাল। মেসি-ডি মারিয়াদের নিয়ে স্লোগান ছিল মুখে মুখে। ম্যাচ শুরুর আগেই বিশ্বকাপের ট্রফির রেপ্লিকা মাঠে রাখা হয়। 
জয়ের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার উপস্থিতিতে ট্রফিটা মাঠে নিয়ে আসা হয়। আর্জেন্টিনার খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিশ্বকাপ শিরোপা ও মেসিকে মাঝে রেখে দুই হাত নাড়িয়ে অভিবাদন জানান। সর্র্বকালের অন্যতম সেরা ফুটবলারকে অভিবাদন জানান গ্যালারিতে উপস্থিত দর্শকরাও। আর্জেন্টিনার প্রত্যেক খেলোয়াড়ের হাতেও ছিল একটি করে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা। সতীর্থ-সমর্থকদের ভালোবাসা পেয়ে আপ্লুত হয়েছেন লিওনেল মেসি। ঝরিয়েছেন আনন্দের অশ্রু।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status