ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

ম্যানইউ’র মাঠে ১৮ বছরে প্রথম জয় ওয়েস্ট হ্যামের

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৫, মঙ্গলবার

ইউরোপা লীগের ফাইনালে ওঠার পর এবার ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের ঘরের মাঠে ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট হ্যামের কাছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড। ১৮ বছরে প্রথমবার ইউনাইটেডের মাঠে জয় দেখলো ওয়েস্ট হ্যাম। রোববার রেড ডেভিলদের ২-০ গোলে হারায় তারা। ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট হ্যাম সর্বশেষ জয় দেখিছিল ২০০৭ সালে। ম্যাচের ২৭ তম মিনিটে কয়েকটি দর্শনীয় পাসে বল পেয়ে গোলমুখ খোলেন  ওয়েস্ট হ্যামের ফরওয়ার্ডের টমাস সোসেক। মোহাম্মদ কুদুসের পাসে গোলমুখের সামনে বল পান তিনি। ম্যাচের ৫৭তম মিনিটে আরেক ফরোয়ার্ড জ্যারড বাওয়েন ব্যবধান দ্বিগুণ করেন। 
রেড ডেভিলস কোচ রুবেন আমোরিম বলেন, টটেনহামের বিপক্ষে আগামী ২১ই মে ইউরোপা লীগ ফাইনালেই চোখ রয়েছে তাদের। কিন্তু রবিবারের অবাঞ্চিত হার ওই ম্যাচের প্রস্তুতি বড় ধাক্কা দিলো রুবেন আমোরিম ও তার দলকে। 
এ জয়ে চলমান মৌসুমে লীগে ধুঁকতে থাকা দুই দলের মুখোমুখি লড়াইয়ে হ্যামাররা স্বাগতিকদের টপকে টেবিলের ১৫ নম্বরে উঠে গেলো। ৩৬ ম্যাচে ৪০ পয়েন্ট ওয়েস্ট হ্যামের। আর ৩৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে নেমে গেছে রেড ডেভিলসরা।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status