খেলা
টেস্ট ক্রিকেটকে বিদায় কোহলির
স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৫, মঙ্গলবার
টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি। ৩৬ বছর বয়সী এ তারকা ব্যাটার সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে এ ঘোষণা দেন। সেখানে কোহলি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু জার্সি পরেছিলাম আজ থেকে ১৪ বছর আগে। সত্যি বলতে, এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে কখনও কল্পনাও করিনি। এই ফরম্যাট আমাকে পরীক্ষা নিয়েছে, গড়েছে, আর এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারাজীবন বয়ে বেড়াবো।’ কোহলি আরও লেখেন, ‘সাদা পোশাকে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত অনুভব থাকে। নিঃশব্দ পরিশ্রম, দীর্ঘদিনের সংগ্রাম, ছোট ছোট মুহূর্ত- যেগুলো কেউ দেখে না, কিন্তু সেগুলোই আজীবন মনে গেঁথে থাকে।’
২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে পা রাখেন কোহলি। সাদা পোশাকে ডানহাতি এ ব্যাটার গত ১৪ বছরে ১২৩ ম্যাচে খেলে ৩০ সেঞ্চুরিসহ করেছেন ৯২৩০ রান। বিদায়ের আগে তার নামের পাশে টেস্টের ৩০ সেঞ্চুরি এবং ৩১ হাফসেঞ্চুরি। ৩০ সেঞ্চুরিতে ভারতের চতুর্থ সর্বোচ্চ সফল টেস্ট ব্যাটার কোহলি। যেখানে তার ওপরে কেবল শচীন টেন্ডুলকার (৫১), রাহুল দ্রাবিড় (৩৬) ও সুনীল গাভাস্কার (৩৪)। এছাড়া টেস্টে বিরাটের নামের পাশে ডাবল সেঞ্চুরি আছে ৭টি। যা কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ। এছাড়া তার অধীনে ৬৮ টেস্টে ভারত জয় দেখেছে ৪০টিতে।
টেস্ট ক্যারিয়ারে বিরাট কোহলির বিশেষ সময়ে, ২০১৬ সালে তার গড় ছিল ৭৫.৯৩, ২০১৭ তে ৭৫.৬৪, ২০১৮ তে ৫৫.০৮ এবং ২০১৯ তে ৬৮.০০।
২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে, কোহলি ৩৫ টেস্টে ৬৬.৫৯ গড়ে ৩৫৯৬ রান করেন। এ সময়ে তার ৫৮ ইনিংসে ১৪টি সেঞ্চুরি এবং আটটি হাফসেঞ্চুরি ছিল। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কিছুদিন আগেই বিসিসিআইয়ের (ভারত ক্রিকেট বোর্ড) কাছে টেস্ট থেকে অবসরের কথা জানান বিরাট কোহলি। তবে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্র অনুযায়ী, তাকে অবসর না নিতে অনুরোধ জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গতবছর অস্ট্রেলিয়া সফরে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৫ টেস্ট ম্যাচে ৯ ইনিংস ব্যাট করে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেন ডানহাতি এই ব্যাটার। এরমধ্যে এক ইনিংসে হাঁকান সেঞ্চুরি। ব্যাটে রান না পাওয়ায় সেই সিরিজেই সমালোচনার মুখে পড়েন তিনি। তখন থেকেই গুঞ্জন ছিল হয়তো টেস্টকে বিদায় জানিয়ে দেবেন।