ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

বোলিং কোচ শন টেইট বললেন, ‘এটা নতুন যুগের সূচনা’

স্পোর্টস রিপোর্টার
১৩ মে ২০২৫, মঙ্গলবার
mzamin

বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। ২০২৭ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের শেষের দিকে টাইগার শিবিরে যোগ দিবেন টেইট। কোচ হিসেবে নিয়োগ পেয়ে টেইট বলেছেন, এটা নতুন যুগের সূচনা।

অস্ট্রেলিয়ার জার্সিতে ৩৫ ওয়ানডে, ২১ টি-টোয়েন্টি ও ৩ টেস্ট খেলেছেন টেইট। তিন সংস্করণ মিলিয়ে তার উইকেট ৮৫টি। দ্রুতগতির জন্যই মূলত পরিচিত ছিলেন তিনি। ২০১৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা টেইট এর আগে আফগানিস্তান ও পাকিস্তানের বোলিং কোচ ছিলেন। বিপিএলের গত আসরে চিটাগং কিংসের প্রধান কোচের দায়িত্বও পালন করেন ৪২ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান। এর আগে ২০১২-১৩ মৌসুমে একই দলের হয়ে খেলেও ছিলেন তিনি।  এছাড়া বিগ ব্যাশ, পিএসএল, এলপিএল এবং ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও কাজ করেছেন তিনি। টেইট ২০০৭ সালের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। বাংলাদেশ দলে যোগ দেওয়াকে নতুন যুগের সুচনা হিসেবে আখ্যা দেন টেইট। তিনি বলেন, এটা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হওয়ার ভালো সময়। আপনি চাইলে এটিকে এক নতুন যুগের সূচনাও বলতে পারেন।’ নাহিদ রানা-তাসকিন আহমেদদের কোচ হয়ে উচ্ছ্বসিত টেইট আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে তারুণ প্রতিভা এবং ফাস্ট বোলারদের নিয়ে অনেক কথা হয়েছে, যা চমৎকার ব্যাপার। তবে এটা আন্তর্জাতিক ক্রিকেট, কোনো ডেভেলপমেন্ট দল নয়। এখানে প্রত্যেকেই প্রত্যাশা করে এই প্রতিভাগুলো ফল বয়ে আনবে। পেস বোলিং ইউনিটের সঙ্গে আমার কাজের মূল লক্ষ্যও এটাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের জন্য আরও বেশি জয় নিশ্চিত করা।’ ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সও। এই ক্যারিবীয়র সঙ্গে কাজ করতেও মুখিয়ে আছেন বলে জানিয়েছেন টেইট, ‘ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাও সমানভাবে রোমাঞ্চকর, এবং আমি সামনে যে যাত্রা অপেক্ষা করছে তা নিয়ে বেশ উচ্ছ্বসিত।’
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status