খেলা
আইপিএলে আর ফিরতে চান না অস্ট্রেলিয়ানরা
স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৫, মঙ্গলবার
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে আইপিএল ও পিএসএল স্থগিত হয়ে গেছে। শনিবার দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মতি দেয়ায় দুটি টুর্নামেন্টই পুনরায় চালুর চেষ্টা চলছে। সব ঠিক থাকলে থাকলে আগামী শুক্র বা শনিবার থেকে আইপিএলের বাকি অংশ মাঠে গড়ানোর কথা। তবে অস্ট্রেলিয়ার বার্তা সংস্থা এএপির দাবি, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আইপিএল খেলতে এ বছর আর ভারতে যেতে চান না।
২০২৫ আইপিএল খেলতে মোট ১৫ জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ভারতে গিয়েছিলেন্তমিচেল স্টার্ক, জেইক ফ্রেজারুম্যাগার্ক (দিল্লি ক্যাপিটালস), জশ হ্যাজলউড, টিম ডেভিড (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, জশ ইংলিস, অ্যারন হার্ডি, জাভিয়ের বার্টলেট (পাঞ্জাব কিংস), প্যাট কামিন্স, ট্রাভিস হেড, অ্যাডাম জাম্পা (সানরাইজার্স হায়দরাবাদ), স্পেন্সার জনসন (কলকাতা নাইট রাইডার্স), মিচেল মার্শ (লক্ষ্েণৗ সুপার জায়ান্টস) ও নাথান এলিস (চেন্নাই সুপার কিংস)। চোটের কারণে আইপিএল থেকে ছিটকে পড়ায় ম্যাক্সওয়েল আগেই অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন।
দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলার মিচেল স্টার্ককে যেমন গতকাল ক্রিকেটার স্ত্রী অ্যালিসা হিলির সঙ্গে সিডনি বিমানবন্দরে দেখা গেছে। প্যাট কামিন্স-ট্রাভিস হেডরাও পরিবার নিয়ে দেশে ফিরেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আইপিএল স্থগিত হওয়ার পর লখনৌর কোচ জ্যাস্টিন ল্যাঙ্গার ও মাইক হাসি অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। তবে রিকি পন্টিং ও ব্রাড হ্যাডিন এখনো ভারতেই আছেন।
এ বছর আইপিএল শেষ হওয়ার কথা ছিল ২৫ মে। খেলোয়াড়দের এই দিন পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আইপিএল শেষ হতে পারে ৩০ মে থেকে ১ জুনের মধ্যে। এএপি’র দাবি, স্টার্কুকামিন্সদের বাড়তি এক সপ্তাহ ছাড়পত্র দেওয়ার বিষয়টি সিএ বিবেচনা করবে না। কারণ, লর্ডসে আগামী ১১ু১৫ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।