ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

বিশ্বকাপ নিয়ে আশাবাদী নতুন অধিনায়ক লিটন

স্পোর্টস রিপোর্টার
১৩ মে ২০২৫, মঙ্গলবার
mzamin

এর আগেও লিটন কুমার দাস বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসেছেন। তবে গতকাল এলেন দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে, এর আগে ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক! আর গতকাল সংবাদ সম্মেলনে দেখা গেল সপ্রতিভ এক লিটনকে। সেখানে প্রথম প্রশ্নটাই তাকে করা হলো ভারপ্রাপ্ত আর স্থায়ী অধিনায়কের পার্থক্য নিয়ে! উত্তরে দীর্ঘমেয়াদি চিন্তার কথা বললেন লিটন। 

আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফর দিয়েই টি- টোয়েন্টি অধিনায়ক হিসেবে দীর্ঘমেয়াদে যাত্রা শুরু করবেন লিটন। এরপর পাকিস্তানেও ৫টি টি-টোয়েন্টি খেলবে তার দল। এর আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন লিটন। সেখানে প্রথম প্রশ্নই করা হয় স্থায়ী অধিনায়কত্ব নিয়ে। লিটন বলেন, ‘পার্থক্যের কথা যদি বলি, আগের পরিকল্পনাগুলো যা ছিল, সিরিজভিত্তিক ছিল। যেহেতু এখন লম্বা সময়ের একটা সুযোগ এসেছে, প্রতিটি ক্ষেত্রে ভবিষ্যতের কথা চিন্তা করব। নিজেই জানব যে এতদূর পর্যন্ত আমার একটা লক্ষ্য আছে। অবশ্যই সিরিজভিত্তিক তো থাকবেই। এর সঙ্গে এটাও থাকবে যে সামনের দিকে আরও কী করতে পারি।’ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন। দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব পাওয়ায় দল গোছানো নিয়ে দারুণ আশাবাদী এই ডানহাতি ব্যাটার। তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই এটা (লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব) ইতিবাচক বিষয়। কারণ আপনি যখন লম্বা সময়ের জন্য সুযোগ পাবেন, অনেক কিছু চিন্তা করতে পারবেন। এখন দেখার বিষয়, এই সময়ের মধ্যে আমি আমার দলটা কতটুকু গুছিয়ে নিতে পারি। আমিও অনেক আশাবাদী এটা নিয়ে যে, দীর্ঘমেয়াদি একটা চিন্তা থাকবে। আমার হাতে যে ক্রিকেটাররা আছে, (বিশ্বকাপে) আমরা ভালো কিছুই উপহার দিতে পারব।’

লিটনের অধীনে কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলবে বাংলাদেশ- এমন প্রশ্নে লিটন বলেন,  ‘ব্র্যান্ডেড ক্রিকেট (খেলব), আমি এটা বলব না। আমি যেভাবে চিন্তা করছি, কোনো কোনো ম্যাচে ১৮০-২০০ রান তাড়া করতে হতে পারে। কোনো ম্যাচে ১৪০-১৪৫ তাড়া করতে হবে। কীভাবে খেললে ম্যাচটা জিততে পারি, সেটা মূল লক্ষ্য। হতে পারে কেউ ২০ বলে ৪০ রান করল। আবার একই ব্যাটসম্যানের পরের দিন ২০ বলে ১৫ রানও করতে হতে পারে। আমি চাই, প্রতিটা ক্রিকেটার যেন ম্যাচে সম্পৃক্ত থাকে। তারা যেন বোঝে, তার কাছে দলের কী চাওয়া। কোনো নির্দিষ্ট ব্র্যানন্ডের ক্রিকেট খেলার চেয়ে, প্রতিটা ক্রিকেটার যদি বোঝে যে দল আমার কাছে এই জিনিসটা চাচ্ছে, তাহলে আমাদের ফল বেশি হবে।’

টেস্ট, ওয়ানডে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন দুজনই বাংলাদেশ দলের অধিনায়কত্ব করাকে কঠিন বলেছেন। এ প্রসঙ্গে লিটন বলেন, ‘স্যার যেহেতু বলছে, হয়তো উনি অনেক কিছু ফাইন্ড আউট করেই জিনিসটা বলছে। আমি এত লং টাইম কখনো করি নাই। পার্টিকুলার সিরিজ আমি করেছি, আমার জন্য এতটা বদার ফিল হয় নাই। যে পার্টিকুলারলি লং টাইম ধরে করেছে, তার জন্য জিনিসটা হতেও পারে। অ্যাট দ্য সেইম টাইম,  দুইটা জিনিস হয়। আপনার মাথায় অনেক দায়িত্ব থাকবে, রেসপন্সেবেলটি থাকবে। দুইটা নিয়েই তো এগোতে হবে। আপনি সবসময় বাহবা পাবেন, তাও না। আপনাকে দুই জিনিসটাই ক্যারি করতে হবে।’

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের দল ঘোষণার সময় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন টি-টোয়েন্টিতে ৩ নম্বরে ব্যাটিং করবেন লিটন। আর গতকাল এই ফরম্যাটে নিজের পছন্দকে গুরত্ব দিবেন না বলেন জানান বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি কী চাই, আমার কী পছন্দ। এটলিস্ট আমার টিুটোয়েন্টি সংস্করণে আমি এই জিনিসটা দেখতে চাই না। সো আমি চাই টিম যেখানে যাকে বলবে সে যেন সেখানে খেলতে প্রস্তুত হয়। অবশ্যই এমন কোনো দিন আসবে না আমি সাতে গিয়ে ব্যাটিং করতেছি। তাহলে বাংলাদেশ দল আমার কাছ থেকে কিছু পাবে না। আমার কাছ থেকে যেটা পাবে, সেই জিনিস বাংলাদেশ টিম আমাকে দেবে। আমিও সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করবো।’
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status