খেলা
ইউরো বাঁছাই
কেইনের ইতিহাস, ৬২ বছরের অপেক্ষার অবসান ইংল্যান্ডের
স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৩, শনিবার
কাতার বিশ্বকাপেই রেকর্ড গড়ার সুযোগ ছিল হ্যারি কেইনের। তবে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি মিস করে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি তিনি। এবার উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ারেও পেনাল্টি পেলেন কেইন। এবার আর ভুল করেননি তিনি। ‘সি’ গ্রুপের ম্যাচটিতে সফল স্পটকিকে দলের জয়সূচক গোল করার সঙ্গে ওয়েন রুনিকে ছাড়িয়ে রেকর্ডবুকে নাম তোলেন ইংলিশ অধিনায়ক। বৃহস্পতিবার রাতে নেপলসের দিয়েগো আরমান্দো স্টেডিয়ামে কেইনের ইতিহাস গড়া ম্যাচে ইতালিকে ২-১ গোলে হারায় ইংল্যান্ড। আর তাতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে ইংলিশদের। ইতালির মাঠে ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় ইংল্যান্ড। গোলটি করেন প্রিমিয়ার লীগের ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার ডেকলান রিস। ৪৪তম মিনিটে সফল স্পটকিকে ব্যবধান বাড়ান হ্যারি কেইন। আন্তর্জাতিক ফুটবলে ইংলিশ তারকার ৫৪তম গোল এটি। এতে সাবেক ফুটবলার ওয়েন রুনিকে ছাড়িয়ে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বনে যান কেইন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পিছিয়ে পড়া দলকে পেনাল্টি গোলে সমতায় ফিরিয়েছিলেন কেইন। ৫৩ গোল নিয়ে স্পর্শ করেছিলেন রুনিকে। পরে ওই ম্যাচে আরেকটি পেনাল্টি পায় ইংল্যান্ড, কিন্তু উড়িয়ে মারেন কেইন। ইতালির মাটিতে দীর্ঘ ৬২ বছর পর জয় পেলো ইংল্যান্ড। সবশেষ ১৯৬১ সালে ইতালিকে তাদেরই মাঠে হারিয়েছিল ইংলিশরা। প্রীতি ম্যাচটিতে ৩-২ গোলের জয় পেয়েছিল কেইনদের পূর্বসুরীরা। ইউরো বাছাইয়ের ‘সি’ গ্রুপে ইংল্যান্ড-ইতালির বাকি তিন প্রতিপক্ষ নর্থ মেসিডোনিয়া, ইউক্রেন এবং মাল্টা। রাতের অন্য ম্যাচে মাল্টাকে ২-১ গোলে হারায় নর্থ মেসিডোনিয়া। একটি করে জয়ে গ্রুপ টেবিলের শীর্ষে ইংল্যান্ড এবং দুইয়ে নর্থ মেসিডোনিয়া।