ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

রেকর্ডের ম্যাচে জোড়া গোল রোনালদোর

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৩, শনিবার
mzamin

ফুটবলের মতো রেকর্ড ভাঙা-গড়ার খেলায় সমান পারদর্শী ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারজুড়ে নানা মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ সুপারস্টার। বৃহস্পতিবার রাতে লিচেনস্টাইনের বিপক্ষে ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে খেলতে নেমে নতুন রেকর্ড গড়েন সিআরসেভেন। নিজের রেকর্ডের ম্যাচে জোড়া গোল করেন ক্রিস্টিয়ানো। আর বাছাইপর্বে ‘জে’ গ্রুপের ম্যাচটিতে পর্তুগাল পায় ৪-০ গোলের বড় জয়। 
লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে লিচেনস্টাইনের বিপক্ষে ম্যাচের ৮ম মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। গোলটি করে জোয়াও কানসেলো। ৪৭তম মিনিটে ব্যবধান বাড়ান বের্নার্দো সিলভা। ৫১তম মিনিটে সফল স্পটকিকে স্কোরলাইন ৩-০ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৬৩তম মিনিটে অসাধারণ ফ্রি কিকে নিজের দ্বিতীয় গোল করেন পর্তুগাল অধিনায়ক। এই ম্যাচে মাঠে নেমে কুয়েতের বাদের আল-মুতাওয়াকে ছাড়িয়ে পুরুষ আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৯৭ ম্যাচ খেলার রেকর্ড গড়েন ক্রিস্টিয়ানো।

বিজ্ঞাপন
গত বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় আল মুতাওয়ার পাশে বসেছিলেন রোনালদো। ১৯৫ ম্যাচ খেলে এই তালিকায় তিনে মালয়েশিয়ার সোহ চিন আন। পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে মিশরের আহমেদ হাসান (১৮৪), ওমানের আহমেদ মোবারক (১৮৩) এবং স্পেনের সার্জিও রামোস (১৮০)। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা ১৭৩।
রেকর্ড গড়ে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি লিখেছেন, ‘জাতীয় দল এবং আমার জন্য একটি বিশেষ স্টেডিয়ামে খেলা এবং স্কোর করতে পারার অনুভূতি দারুণ। আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করতে পেরে আমি গর্বিত।’
আগামী ২৬শে মার্চ ইউরো বাছাইয়ের ম্যাচে লুক্সেমবুর্গের মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচে খেলতে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় শীর্ষস্থানটা আরও মজবুত করতে পারবেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ইউরো বাছাইয়ে ‘জে’ গ্রুপে পর্তুগাল, লিচেনস্টাইন এবং লুক্সেমবুর্গের বাকি প্রতিপক্ষরা হলো বনসিনা অ্যান্ড হার্জেগোভিনা, স্লোভাকিয়া এবং আইসল্যান্ড। রাতের অন্য ম্যাচে আইল্যান্ডকে ৩-০ গোলে হারায় বসনিয়া। একটি করে জয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে পর্তুগাল এবং দুইয়ে বসনিয়া। গোল পার্থক্যে এগিয়ে পর্তুগিজরা।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status