খেলা
রাতে ফিরে সকালেই সেঞ্চুরি মোহামেডানকে হারালেন তামিম
স্পোর্টস রিপোর্টার
২৫ মার্চ ২০২৩, শনিবার
জাতীয় দলের ব্যস্ততা শেষ হতেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিডিসিএল) খেলতে নেমে গেছেন তামিম ইকবাল-মুশফিকুর রহীম-ইয়াসির আলীরা। তিনজনই গতকাল খেলেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। বৃহস্পতিবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে সিলেট থেকে ঢাকায় আসেন তামিম-মুশফিকরা। গতকাল মাঠে নেমে যান মোহামেডান স্পোর্টিং লিমিটেডের বিপক্ষে। আর মাঠে নেমেই দারুণ এক সেঞ্চুরি উপহার দেন তামিম ইকবাল। তামিমের সেঞ্চুরি আর মুশফিকুর রহীমের দারুণ ব্যাটিংয়ে মোহামেডানকে ৭ উইকেটে হারায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এটি চলতি আসরে চার ম্যাচের মধ্যে তৃতীয় হার মোহামেডানের। ঢাকা লীগে এটি তামিমের টানা তৃতীয় সেঞ্চুরি। গত আসরের শেষ দুই ম্যাচে শতক পেয়েছিলেন তামিম।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জয়ের জন্য ২০০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রাইম ব্যাংককে দারুণ শুরু এনে দেন তামিম ও মোহাম্মদ মিঠুন। পাওয়ার প্লের ১০ ওভারে ৫৭ রান যোগ করেন তারা দুজন। মিঠুন ও তামিমের জমে ওঠা জুটি ভাঙেন শুভাগত হোম চৌধুরী। ডানহাতি এই অফ স্পিনারের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে থাকা সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন ৩১ রান করা মিঠুন। পরের ওভারে আউট হন নাসির হোসেন। খালেদ আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনে নামা এই ব্যাটার। নাসিরের ব্যাট থেকে আসে ৮ বলে মাত্র ১ রান। টিকতে পারেননি চারে নামা ইয়াসির আলী রাব্বিও। খালেদের বলে বোল্ড হয়ে ফিরে যান ১ রান করে। ৭৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন মুশফিক। ৮৫ রানের সময় রুয়েল মিয়ার ওভারে টানা দুই চার মেরে ৯৫ রানের ঘরে যান তামিম। ১৪৫ বলে বাঁহাতি এই ওপেনার সেঞ্চুরি পূর্ণ করেন এনামুলের ডেলিভারিতে চার মেরে। সেঞ্চুরির পর আরও দুটি চার হাঁকান তিনি। শেষ পর্যন্ত ১৫৬ বলে ১০৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তামিম। মুশফিক খেলেন অপরাজিত ৩২ রানের ইনিংস। এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ১৯৯ রানে অলআউট হয় মোহামেডান। দলের হয়ে সবচেয়ে বেশি ৪১ রানের ইনিংস খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। এ ছাড়া শুভাগত ২৬ এবং অনুষ্টুপ মজুমদার করেন ২৫ রান। প্রাইম ব্যাংকের হয়ে নাসির তিনটি এবং দুটি করে উইকেট পেয়েছেন ?রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজা।