খেলা
জন্মদিনে সাকিবের ক্যানসার ফাউন্ডেশন চালু
স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৩, শনিবার
বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্রের নাম সাকিব আল হাসান। বিশ্বজোড়া যশখ্যাতি কুঁড়ানো এই অলরাউন্ডার ৩৬ বছর বয়সে পা দিয়েছেন গতকাল। আর জন্মদিনে নিজের নামে ক্যানসার ফাউন্ডেশন চালু করলেন তিনি। গতকাল বিকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন’-এর উদ্বোধন করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান দেশের সুবিধাবঞ্চিত ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসায় সহযোগিতা করতেই এই মহৎ উদ্যোগ নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের ফাউন্ডেশনের সঙ্গে রয়েছেন বিকেএসপির সাবেক কয়েকজন ক্রিকেটার এবং দু’জন কোচ। এক বছর আগে সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশনের নিবন্ধন করা হয় বলে গণমাধ্যমকে জানান, প্রতিষ্ঠানটির অন্যতম সদস্য জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাঈম ইসলাম। বাকি সদস্যরা হলেন- জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার ও বর্তমান বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক, জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ, ক্রিকেটার মো. নাসিরুল ইসলাম ও প্রয়াত মোশাররফ হোসেন রুবেল। গত বছর মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান জাতীয় দলের সাবেক স্পিনার রুবেল। বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম ও জাতীয় দলের সাবেক কোচ সারওয়ার ইমরান এই ফাউন্ডেশনের দু’জন গুরুত্বপূর্ণ সদস্য। জনহিতকর কাজে সাকিবের অংশগ্রহণ নতুন নয়। কিছুদিন আগেই মাস্তুল ফাউন্ডেশনকে একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন টাইগার অধিনায়ক। ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারির সময়েও নিজের নামে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ খুলে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন সাকিব। ক্যানসার ফাউন্ডেশন উদ্বোধনের দিনে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পান সাকিব আল হাসান। প্রিয় সতীর্থকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহীম সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শুভ জন্মদিন সাকিব। বছরের পর বছর ধরে তোমার অর্জিত সাফল্যের জন্য গর্বিত আমি। তোমাকে বন্ধু এবং সতীর্থ বলাটা সৌভাগ্যজনক। আরও সাফল্যমণ্ডিত অনেক বছর কাটবে তোমার ইনশাআল্লাহ, সেই কামনাই করি। আশা করি, প্রতিনিয়ত আরও উঁচুতে পৌঁছবে তুমি এবং নতুন নতুন রেকর্ড ভাঙবে।’ সাকিবের সঙ্গে নিজের ছবি ফেসবুকে পোস্ট করে টাইগার পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আজকের এই দিনে কিংবদিন্ত জন্ম নিয়েছিলেন। শুভ জন্মদিন সাকিব ভাই।’ নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘শুভ জন্মদিন সর্বকালের শ্রেষ্ঠ অলরাউন্ডার, সাকিব আল হাসান।’ মেহেদী হাসান মিরাজ সাকিবের সঙ্গে উইকেট উদ্যাপনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন, ক্রিকেটের অন্যতম সেরা কিংবদন্তি। আপনি শুধু একজন খেলোয়াড়ই নন; বিশ্ব ক্রিকেটের আইকনও।’ টাইগার ব্যাটার লিটন কুমার দাস নিজের ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে লিখেছেন, ‘শুভ জন্মদিন, বিশ্বসেরা অলরাউন্ডার। আপনি প্রতিনিয়ত আমাদের দলকে শক্তিশালী এবং ভালো বানাচ্ছেন। আপনার সকল স্বপ্ন পূরণ হোক। আপনার আরেকটি বছর আনন্দ ও আশীর্বাদে ভরে উঠুক সাকিব ভাই।’