খেলা
এশিয়ান হকির সহ-সভাপতি সাঈদ
স্পোর্টস রিপোর্টার
২৫ মার্চ ২০২৩, শনিবার
এশিয়ান হকি ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ। তিনি ২৯ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। হকি সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এশিয়ান হকি ফেডারেশনের বাংলাদেশের কর্মকর্তাদের এটাই সর্বোচ্চ পদ। টানা তৃতীয় বারের মতো এশিয়ান হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক সাঈদ হকিতে অবদানের জন্য এশিয়ান হকি ফেডারেশনের অর্ডার অফ মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন। যদিও দেশের হকিতে সেভাবে খুব বেশি দিন কাজ করা হয়নি তার। ক্লাব পর্যায়ে হকিতে কয়েক বছর কাজের পর হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছিলেন সাঈদ । সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার মাস ছয়েক পরেই ক্যাসিনো কান্ডে জড়িয়ে দেশ ছাড়েন। তিন বছর পর দেশে ফিরে পুনরায় ফেডারেশনে স্বপদে ফেরেন। হকি অঙ্গনে দীর্ঘদিন কাজ করছেন উষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার। বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি এশিয়ান হকি ফেডারেশনে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে টানা তৃতীয় বার এশিয়ান হকি ফেডারেশনের নির্বাহী কমিটিতে তিনি। এশিয়ান হকি ফেডারেশনের আগের কমিটিতে সদস্য হিসেবে ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের আরেক সহ-সভাপতি সাজেদ এ আদেল। তিনি এবার নির্বাচন করেননি। দেশের অন্যতম সম্ভাবনাময় খেলা হকি। সংগঠকদের কোন্দল ও নানা সংকটে খেলাটি আন্তর্জাতিক পর্যায়ে কাঙ্ক্িষত লক্ষ্যে পৌছাতে পারেনি।