ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

চিরাগে আলোকিত রূপগঞ্জ

স্পোর্টস রিপোর্টার
২৫ মার্চ ২০২৩, শনিবার
mzamin

ঢাকা প্রিমিয়ার লীগে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল লিজেন্ডস অব রূপগঞ্জ। গতকাল শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে তারা হারায় ৩ উইকেটে। এই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করে রূপগঞ্জের জয়ের নায়ক ভারতীয় অলরাউন্ডার চিরাগ জানি। বল হাতে ৪ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৪২ রান করেন চিরাগ। 
আগে ব্যাট করে ৪৭.৩ ওভারে ২০৭ রানে অল আউট হয় শাইনপুকুর। এরপর বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হওয়ায় ডিএল ম্যাথডে রূপগঞ্জের সামনে ৩৬ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১৬৮ রানের। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তারা হারায় ওপেনার পারভেজ হোসেন ইমনকে। যদিও দ্বিতীয় উইকেটে মুনিম শাহরিয়ার ও সাব্বির রহমান মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। মুনিম আউট হন ১৭ রান করে। সাব্বির ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। তিনি আউট হন ৫৩ বলে ৩৬ রান করে।

বিজ্ঞাপন
অবশ্য পঞ্চম উইকেট জুটিতে উইকেটরক্ষক ব্যাটার ইরফান শুক্কুর ও চিরাগ জানি মিলে রূপগঞ্জকে জয়ের পথেই রাখেন। তারা দুজনে যোগ করেন ৬৭ রান। ইরফান আউট হন ৪৩ রান করে। চিরাগের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৪২ রান। শাইনপুকুরের হয়ে একাই তিন  উইকেট নেন হাসান মুরাদ। শামসুর রহমান পান ২ উইকেট। একটি করে উইকেট নেন নাহিদ রানা, মেহেদী হাসান রানা। এর আগে অমিত হাসানের সেঞ্চুরিতে ২০৭ রান করে শাইনপুকুর। এই উইকেটরক্ষক ব্যাটার এদিন খেলেন ১৪৪ বলে ১০৪ রানের ইনিংস।
দিনের আরেক ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে ডিএল ম্যাথডে ব্রাদার্স ইউনিয়নকে ১১ রানে হারায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। টসে জিতে আগে শেখ  জামালকে বাটিংয়ে পাঠায় ব্রাদার্স। ফজলে রাব্বির সেঞ্চুরি আর নুরুল হাসান সোহানের হাফ সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ২৮৭ রান জমা করে শেখ জামাল। রাব্বি ১১৬ বলে ১০১ ও সোহান ৬৪ বলে ৬৬ রান করেন। বৃষ্টির কারণে ডিএল ম্যাথডে ব্রাদার্সের নতুন টার্গেট দাঁড়ায় ২৯ ওভারে ২০৭। জিয়াউর রহমানের বোলিং তোপে ২৭.৪ ওভারে ১৯৫ রানে অলআউট হয় ব্রাদার্স। সাব্বির রহমান ৫৪ ও শেষ দিকে জিয়াদুজ্জামান ২৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। জিয়াউর ৪ ওভারে ২৯ রানে নেন ৪ উইকেট। 
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status