অনলাইন
জুলকারনাইন সায়েরের ভাইয়ের ওপর হামলার তদন্ত চায় যুক্তরাষ্ট্র
কূটনৈতিক রিপোর্টার
(২ মাস আগে) ২৪ মার্চ ২০২৩, শুক্রবার, ৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৪৮ অপরাহ্ন

বাংলাদেশি বংশোদ্ভূত বৃটেন ভিত্তিক সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির ভাই মাহিনুর আহমেদ খানের ওপর বর্বরোচিত হামলার ঘটনার আদ্যোপান্ত তদন্ত চায় যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে মিরপুরে নিজের ভাড়া বাসার সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হন মাহিনুর। এক বিবৃতিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলার শুক্রবার বলেন, বৃটেন ভিত্তিক সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির ভাই মাহিনুর আহমেদ খানের ওপর হামলার বিষয়ে আমরা অবগত। আমরা মিস্টার খানের দ্রুত আরোগ্য কামনা করি এবং আশা করি ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। উদ্যোক্তা মাহিনুর আহমেদ খান গত ১৭ই মার্চ (শুক্রবার) রাত ৮টার দিকে রাজধানীর মিরপুরে তার ভাড়া বাড়ির বিপরীতে অবস্থিত একটি দোকানে নিত্যপ্রয়োজনীয় সদাইপাতি সেরে ফেরার পথে অচেনা দুর্বৃত্তদের হামলার শিকার হন। মাহিনুরের স্ত্রী রুবাইদা রাখী গণমাধ্যমকে হামলার বিষয়টি নিশ্চিত করেন। জানান, হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে এতটাই মারধর করেছে যে, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। তাকে তাৎক্ষণিক রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিতে হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা মিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মিরপুর থানার উপ-পরিদর্শক শাহিন আলম জানান, থানায় কোনো মামলা হয়নি তবে লিখিত অভিযোগ পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাঠকের মতামত
অপরাধীদের আইনের আওতায় আনা হোক।
These attackers are somehow connected with power house
Is this the benefit of Independence?
It is crystal clear who are the culprits.
This country is becoming like new Pakistan. Everyday everywhere just terrorism like violence happening. This is more like Genghis Khan's thugs running around all over again.
All the priminister men are active and out there to teach lessons. Police version of nobody complain so they don't move or investigate is unacceptable and reprehensible.