অনলাইন
জুলকারনাইন সায়েরের ভাইয়ের ওপর হামলার তদন্ত চায় যুক্তরাষ্ট্র
কূটনৈতিক রিপোর্টার
(২ বছর আগে) ২৪ মার্চ ২০২৩, শুক্রবার, ৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৪৮ অপরাহ্ন

বাংলাদেশি বংশোদ্ভূত বৃটেন ভিত্তিক সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির ভাই মাহিনুর আহমেদ খানের ওপর বর্বরোচিত হামলার ঘটনার আদ্যোপান্ত তদন্ত চায় যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে মিরপুরে নিজের ভাড়া বাসার সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হন মাহিনুর। এক বিবৃতিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলার শুক্রবার বলেন, বৃটেন ভিত্তিক সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির ভাই মাহিনুর আহমেদ খানের ওপর হামলার বিষয়ে আমরা অবগত। আমরা মিস্টার খানের দ্রুত আরোগ্য কামনা করি এবং আশা করি ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। উদ্যোক্তা মাহিনুর আহমেদ খান গত ১৭ই মার্চ (শুক্রবার) রাত ৮টার দিকে রাজধানীর মিরপুরে তার ভাড়া বাড়ির বিপরীতে অবস্থিত একটি দোকানে নিত্যপ্রয়োজনীয় সদাইপাতি সেরে ফেরার পথে অচেনা দুর্বৃত্তদের হামলার শিকার হন। মাহিনুরের স্ত্রী রুবাইদা রাখী গণমাধ্যমকে হামলার বিষয়টি নিশ্চিত করেন। জানান, হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে এতটাই মারধর করেছে যে, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। তাকে তাৎক্ষণিক রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিতে হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা মিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মিরপুর থানার উপ-পরিদর্শক শাহিন আলম জানান, থানায় কোনো মামলা হয়নি তবে লিখিত অভিযোগ পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সন্দেহভাজনদের শনাক্ত এবং আটকে চেষ্টা চলছে বলেও জানান তিনি। হামলার শিকার উদ্যোক্তা মাহিনুর খান (৩৭) সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির ভাই, যিনি কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরার আই-ইউনিটে কাজ করেন। মাহিনুরের স্ত্রী রাখীর দাবি তার স্বামীর সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। এমনকি ভাই সামির সঙ্গেও তিনি কোনো সম্পর্ক রাখতেন না। উদ্যোক্তা মাহিনুর কোনোদিন সরকার সম্পর্কে কোনো কিছু লিখেননি দাবি করে রাখী দুঃখ করে বলেন, কেন আমার স্বামীকে টার্গেট করা হলো সেটা বুঝতেই পারছি না। জুলকারনাইন সায়ের আল- জাজিরার তথ্যচিত্র ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’- তৈরিতে সম্পৃক্ত ছিলেন।