বাংলারজমিন
সাবেক স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ফেসবুকে দিয়ে স্বামী আটক
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৪ মার্চ ২০২৩, শুক্রবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাবেক স্ত্রীর ব্যক্তিগত ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে মো. আরাফাত হোসাইন (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গত বুধবার রাত সাড়ে ৮টায় নগরীর খুলশী থানার লালখান বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ভুক্তভোগী তরুণী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ২০২০ সালে ফেসবুকে আরাফাতের সঙ্গে তার পরিচয় হয়। ওই সময় আরাফাত নিজেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় দেয়। ২০২০ সালের ২৪শে সেপ্টেম্বর তারা গোপনে কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর তারা নগরীর চকবাজার থানার খালপাড় আবাসিক এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করেন। একপর্যায়ে ভুক্তভোগী জানতে পারেন আরাফাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। এমনকি, তিনি এইচএসসিও পাস করেননি। আবার নানা সময়ে আরাফাত মাদক সেবন করতেন।