ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

মুঠোফোনের ভিডিও দেখে গোল বাতিল, নিষিদ্ধ হলেন রেফারি

স্পোর্টস ডেস্ক

(২ বছর আগে) ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ২:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন

mzamin

নেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার। অনন্যোপায় হয়ে দর্শকের ফোনের ভিডিও পর্যালোচনা করে গোল বাতিলের সিদ্ধান্ত দেন রেফারি। এমন ঘটনায় অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন সেই ম্যাচ রেফারি।

মিশরের দ্বিতীয় বিভাগ ফুটবল টুর্নামেন্টের ঘটনা। গত শুক্রবার প্রতিযোগিতাটিতে মুখোমুখি হয় মিশরের দুই ক্লাব সুয়েজ ও আল নাসর। ২-১ গোলে পিছিয়ে থাকা আল নাসর ম্যাচের শেষাংশে সমতাসূচক গোল করে। তবে হ্যান্ডবলের আবেদন জানায় সুয়েজের খেলোয়াড়রা। ভিএআর না থাকায়  এক দর্শকের দ্বারস্থ হন ম্যাচ রেফারি মোহাম্মদ ফারুক। তার মুঠোফোনে ধারণকৃত ভিডিও বিশ্লেষণ করে সেই গোল বাতিলও করে দেন তিনি। ঘটনার জেরে মোহাম্মদ ফারুকসহ সেদিন দায়িত্ব পালন করা ম্যাচের সব স্টাফকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) ফেডারেশন। ইএফএ’র বিবৃতিতে বলা হয়, ‘ম্যাচের ঘটনাটি বুঝতে রেফারি মোহাম্মদ ফারুকের মুঠোফোন ব্যবহারের ঘটনাটি তদন্ত করবে কমিটি।’

বৃটিশ গণমাধ্যম মেইল অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ফ্রি-কিক থেকে হেডে বল সুয়েজের জালে জড়ানোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সুয়েজের খেলোয়াড়দের পাশাপাশি গ্যালারিতে উপস্থিত সমর্থকরাও মাঠে ঢুকে হ্যান্ডবলের দাবিতে রেফারি ফারুককে গোল বাতিল করতে বলেন। দুই দলের খেলোয়াড়েরা তাকে ঘিরে ধরেন। পরে পুলিশের সহায়তায় মাঠ ছাড়েন ফারুক। আল নাসরের স্টাফরা তখন রেফারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকিও দেয়। 

ওই ম্যাচে নির্ধারিত সময়ের পর যোগ করায় ১৫ মিনিট। শেষ পর্যন্ত সুয়েজ ৩-১ ব্যবধানে ম্যাচ জেতে।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status