খেলা
ইমরুল-অঙ্কনের দুর্দান্ত ইনিংসের পরও ২৩৫ রানে থামলো মোহামেডান
স্পোর্টস রিপোর্টার
(২ মাস আগে) ২২ মার্চ ২০২৩, বুধবার, ২:২০ অপরাহ্ন

টানা দুই ম্যাচে জয়হীন মোহামেডান স্পোর্টিং ক্লাব চির প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের বিপক্ষেও জুতসই রান করতে পারল না। আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৩৫ রান তোলে মোহামেডান।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে অবশ্য দারুণ শুরু করেছিলেন মোহামেডান অধিনায়ক ইমরুল কায়েস। প্রথম উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে স্কোরবোর্ডে ১৩৭ রান তোলেন তিনি। তবে দুই ওপেনার ফিরলে ধাক্কা খায় মোহামেডান। ইমরুল ৯৬ বলে ৬৬ এবং অঙ্কন ৮৫ বলে ৭০ রান করে আউট হন। সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। ওয়ানডাউনে নেমে ৬ বলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন মোহামেডানের এই ব্যাটার। মাহমুদুল্লাহ রিয়াদের সংগ্রহ ৩ রান। ইমরুল-অঙ্কনের পর ত্রিশোর্ধ্ব ইনিংস খেলতে সক্ষম হন মাত্র দু’জন ব্যাটার। অনুষ্টুপ মজুমদার ৩০ রান করেন এবং আরিফুল ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন।
আবাহনীর তানভীর ৩৯ রানের খরচায় ২ উইকেট নেন। তানজিম হাসান সাকিবের সংগ্রহও ২ উইকেট। ৫৪ রান খরচ করেন তিনি।