বিনোদন
মাছরাঙায় চলছে ‘বিবাহ বিভ্রাট’
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২২ মার্চ ২০২৩, বুধবার, ২:১৬ অপরাহ্ন

ফুটপ্রিন্ট ইভেন্টস ডিজাইনিং কোম্পানি লিমিটেড এর প্রযোজনায়, ১লা মার্চ থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘বিবাহ বিভ্রাট’। সাজ্জাদ স্বপনের রচনায় এটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, মুমতাহিনা টয়া, ইশতিয়াক আহমেদ রুমেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটওয়ারী, তানজিম হাসান অনিক, মাসুম বাশার, পাপিয়া জাহান, লিওনা লুভাইনা, তাইফ, খালেকুজ্জামান, সাবেরী জামান, নিহাল, প্রীতি চৌধুরী প্রমুখ। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮ টায় প্রচার হচ্ছে নাটকটি। ধারাবাহিকের কাহিনী সম্পর্কে পরিচালক বলেন, বিবাহ কথাটা শুনলেই আনন্দদায়ক এক অনুভূতি জেগে ওঠে মনে। কিন্তু সব বিবাহের ক্ষেত্রে কি একইরকম অবস্থা হয়! কোন কোন ক্ষেত্রে বিবাহ হওয়ার পূর্ব থেকে বিবাহ হওয়া পর্যন্ত নানা অযাচিত জটিলতা এবং বেদনাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। একেকজনের ক্ষেত্রে একেক রকম অভিজ্ঞতা তৈরি করে। এই নাটকের মাধ্যমে সেসব জটিল, অযাচিত গল্পগুলো তুলে ধরা হচ্ছে। প্রতি ২৬ পর্বে আমরা নতুন একটি গল্প বলছি। প্রত্যেক গল্পে আলাদা অভিনেতা-অভিনেত্রী থাকবেন।