অনলাইন
ঈদে ট্রেনের টিকিট শতভাগ বিক্রি হবে অনলাইনে
অনলাইন ডেস্ক
(২ মাস আগে) ২২ মার্চ ২০২৩, বুধবার, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন

ফাইল ছবি
এবার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার রাজধানীর রেল ভবনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে ‘ঈদ উপলক্ষে ট্রেন পরিচালনা’ সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে বৈঠকের একটি সূত্র। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ই এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। ওই দিন দেয়া হবে ১৭ই এপ্রিলের টিকিট। এই অগ্রিম টিকিট বিক্রি চলবে পাঁচ দিন পর্যন্ত। একই সঙ্গে ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ই এপ্রিল থেকে। ঈদে বাড়তি চাপ সামলাতে ১০ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। এছাড়া শিডিউল বিপর্যয় ঠেকাতে ১০টি বাড়তি ইঞ্জিন রেলবহরে যুক্ত হবে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বুধবার দুপুর ১২টায় রেল ভবনে সংবাদ সম্মেলন করবেন রেলমন্ত্রী।