দেশ বিদেশ
‘বিএনপি নির্বাচন করবে কি করবে না সেটা তাদের ব্যাপার’
নীলফামারী প্রতিনিধি
২২ মার্চ ২০২৩, বুধবারস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নির্বাচন করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। একজন রাজনীতিবিদ হিসেবে মনে করি নির্বাচন করা তাদের উচিত। আমরা অতীতে দেখেছি যারা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়েছেন বা আসছেন কিংবা ক্যান্টনমেন্টের শক্তি দিয়ে আসছেন সেগুলো কিন্তু সবই আমাদের আদালত অবৈধ সরকার হিসেবে ঘোষণা করেছেন। এটা জনগণ ভালো করেই বোঝে ক্ষমতার বদল করতে হলে তাকে জনতার রায় নিতে হবে। জনতার রায় হলো নির্বাচন। নির্বাচন কমিশন খুব শিগগিরই তফসিল ঘোষণা করবেন। কাজেই তারা নির্বাচনে আসবেন কী আসবেন না সেটা তাদের বিষয়। তিনি গতকাল বিকালে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটক সংলগ্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি আরও বলেন, কারও হুমকি-ধমকিতে সরকার ভয় পায় না। বর্তমান শেখ হাসিনা সরকার যতদিন থাকবে ততদিন বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু হয়ে থাকবে।
এদেশের মানুষ খুব শান্তিপ্রিয়।
পাঠকের মতামত
The only way test your your popularity through a genuine election. A midnight election is a permanent seal on your forehead. It will never wipe out.