ঢাকা, ২৮ মে ২০২৩, রবিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৪ হিঃ

দেশ বিদেশ

‘বিএনপি নির্বাচন করবে কি করবে না সেটা তাদের ব্যাপার’

নীলফামারী প্রতিনিধি
২২ মার্চ ২০২৩, বুধবার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নির্বাচন করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। একজন রাজনীতিবিদ হিসেবে মনে করি নির্বাচন করা তাদের উচিত। আমরা অতীতে দেখেছি যারা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়েছেন বা আসছেন কিংবা ক্যান্টনমেন্টের শক্তি দিয়ে আসছেন সেগুলো কিন্তু সবই আমাদের আদালত অবৈধ সরকার হিসেবে ঘোষণা করেছেন। এটা জনগণ ভালো করেই বোঝে ক্ষমতার বদল করতে হলে তাকে জনতার রায় নিতে হবে।  জনতার রায় হলো নির্বাচন। নির্বাচন কমিশন খুব শিগগিরই তফসিল ঘোষণা করবেন। কাজেই তারা নির্বাচনে আসবেন কী আসবেন না সেটা তাদের বিষয়। তিনি গতকাল বিকালে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটক সংলগ্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি আরও বলেন, কারও হুমকি-ধমকিতে সরকার ভয় পায় না। বর্তমান শেখ হাসিনা সরকার যতদিন থাকবে ততদিন বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু হয়ে থাকবে। 

এদেশের মানুষ খুব শান্তিপ্রিয়।

বিজ্ঞাপন
তারা শান্তি চায়। তারা সমৃদ্ধি চায়। উন্নতি চায়। যেটা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেন, আমরা যথাযথ মর্যাদার সঙ্গে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করেছি। আমরা চাই প্রজন্মের পর প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে মাথা উঁচু করে চলার সাহস যোগাবে। এ সময় নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত নারী সংসদ সদস্য রাবেয়া আলিম, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজুল হক, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম উপস্থিত ছিলেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নীলফামারী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

The only way test your your popularity through a genuine election. A midnight election is a permanent seal on your forehead. It will never wipe out.

Shobuj Chowdhury
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১২:৪৮ অপরাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status