কলকাতা কথকতা
সুপ্রিম কোর্টে ডিএ মামলা ফের পেছালো, হতাশ অবস্থানরত সরকারি কর্মীরা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৩:৩৬ অপরাহ্ন
কোর্টে ডিএ মামলা মঙ্গলবার ফের একবার পিছিয়ে গেল। নতুন তারিখ ধার্য হয়েছে ১১ই এপ্রিল। ডিএ মামলা আবার পিছিয়ে যাওয়ায় শহীদ মিনারের নিচে আন্দোলনে অবস্থানরত সরকারি কর্মীদের মধ্যে হতাশা নেমে আসে। ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল ১৫ই মার্চ। তা পিছিয়ে ২১শে মার্চ হয়। তাও পিছিয়ে গেল। গতকালই বিচারক পরিবর্তন হয় এই মামলার। ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি ঋষিকেশ রায় মামলা থেকে সরে দাঁড়ানোয় দীনেশ মহেশ্বরীর সঙ্গে যোগ দেন সঞ্জয় কুমার। কিন্তু, মঙ্গলবার এই দুই বিচারপতি প্রচণ্ড ব্যস্ত থাকায় মামলা শুনতে পারেননি। নতুন তারিখ দেয়া হয় ১১ই এপ্রিল। রাজ্য সরকারি কর্মীদের একাংশ মনে করেছিলেন ডিএ নিয়ে রায় এদিন হয়ে যাবে। তাঁরা চূড়ান্ত হতাশ হয়ে পড়েন। কলকাতায় রাজ্যের মন্ত্রী ববি হাকিম এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, রাজ্য সরকারের চাকরি করে যারা কেন্দ্রীয় সরকারের হারে ডিএ চাইছে তাদের বলিহারি। লাল ঝান্ডা নিয়ে টিভিতে মুখ দেখানোই এদের উদ্দেশ্য। অবস্থান করে এঁরা বসে আছেন প্রচার পাওয়ার লোভে। হাস্যকর যুক্তি- পুরো বিষয়টি রাজনৈতিক চক্রান্ত বলে বর্ণনা করেছেন ববি। উল্লেখযোগ্য, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছয় শতাংশ হারে ডিএ ঘোষণা করেছে। জানিয়েছে এর বেশি হারে ডিএ দেওয়া সম্ভব নয়। তাহলে রাজ্যে চূড়ান্ত আর্থিক বিশৃঙ্খলা তৈরি হবে।