অনলাইন
দিনাজপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩
দিনাজপুর প্রতিনিধি
(২ বছর আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ অপরাহ্ন

দিনাজপুর-ঢাকা মহাসড়কের দশমাইলে যাত্রীবাহী বিআরটিসি বাস ও পণ্যবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টায় দরবারপুর জামে মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার খামার সাতনালা মেম্বারপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে ফয়জার রহমান ড্রাইভার (৩৫), রাণীরবন্দর এলাকার লিয়াকত আলীর ছেলে মোস্তাকিম (২৭) ও একই এলাকার শামসুর রহমানের ছেলে সোহানুর রহমান সোহান (২৬)।
দশমাইল হাইওয়ে থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া পণ্য বোঝাই একটি সাদা পিকআপ রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। একই পথে রংপুর থেকে একটি যাত্রীবাহী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫৫৬৭১) ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ড্রাইভারসহ ৩ জন ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেয়া হয়।