বাংলারজমিন
নলডাঙ্গায় ধর্ষণচেষ্টার অভিযোগে কাউন্সিলরের বিরুদ্ধে মামলা
নাটোর প্রতিনিধি
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার
নাটোরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে নলডাঙ্গার এক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রাতে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলাটি করেন। পুলিশ জানান, গত রোববার বিকালে নলডাঙ্গা পৌর এলাকার সোনাপাতিল মহল্লার এক দিনমজুরের অনুপস্থিতিতে তার নববিবাহিতা স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর। নির্যাচিতার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় কাউন্সিলর। আগের দিন শনিবার বাড়ির পাশে রেললাইনে হাঁটার সময়ও ওই গৃহবধূকে যৌন হয়রানি করে কাউন্সিলর বক্কর। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে সে। এ ব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, উপজেলার নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু বক্কর তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে নির্যাতিত গৃহবধূকে ডেকে কুপ্রস্তাব দিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই গৃহবধূ কৌশলে পালিয়ে বাড়িতে গিয়ে স্বামীকে ঘটনা খুলে বলে। পরে গত রোববার রাত ৯টার দিকে স্বামী বাদী হয়ে কাউন্সিলর আবু বক্কুরকে আসামি করে থানায় মামলা দায়ের করে। তাকে আটকের চেষ্টা চলছে।