বিনোদন
সাবিলার অর্জন
স্টাফ রিপোর্টার
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার
দেশের মেধাবী অভিনেত্রী সাবিলা নূর। অভিনয়ের পাশাপাশি এবার তিনি সফলতার স্বাক্ষর রাখলেন পড়াশোনায়। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে সম্প্রতি স্নাতক সম্পন্ন করেছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। ইংরেজি সাহিত্যে গ্র্যাজুয়েট এই অভিনেত্রী সিজিপিএ ৪-এর মধ্যে পেয়েছেন ৩.৯৭। সম্প্রতি বিশ^বিদ্যালয়টির ২১তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয় সাবিলা নূরকে ‘ড. আনোয়ারুল আবেদিন লিডারশিপ অ্যাওয়ার্ড’-এ ভূষিত করেছে। এই অর্জনে দারুণ খুশি তিনি। সাবিলা নূর বলেন, অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়াটা বেশ কঠিন ছিল। অনেকের কটু কথাও শুনতে হয়েছে। তবে আমি হাল ছাড়িনি। শত কষ্টেও মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি, যার কারণে এমন রেজাল্ট করতে পেরেছি। এজন্য আমার পরিবারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না। তিনি আরও বলেন, আমার এ লেভেল এবং ও লেভেলে ইংরেজি সাহিত্য ছিল। সাহিত্য আমার খুব পছন্দের বিষয়। বিবিএ থেকে যখন ইংরেজি সাহিত্যে আসি, তখন মনে হলো আমার পছন্দের বিষয়ে এলাম। এমনও হয়েছে, শুটিং থেকে ফিরে সারারাত পড়েছি। সকাল ৮টায় কুইজে অংশ নিয়ে তারপর শুটিং করেছি। পড়াশোনার জন্য অজস্র রাত আমি নির্ঘুম কাটিয়েছি। তবে নিজের এই রেজাল্টে সেই পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করি।