বিনোদন
চুরির মামলা করলেন ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার
সম্প্রতি গহনা হারানোর অভিযোগে চেন্নাইয়ের তেনামপেট থানায় মামলা দায়ের করেছেন রজনীকান্তের বড় মেয়ে নির্মাতা-গায়িকা ঐশ্বরিয়া রজনীকান্ত। জানা গেছে, সম্প্রতি লকার খুলে দেখেন সেখান থেকে ৬০টি গহনা উধাও। এ তালিকায় তার বিয়ের গহনাও রয়েছে। এগুলো স্বর্ণ ও ডায়মন্ডের। যার বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার রুপি।