বাংলারজমিন
সাতক্ষীরায় পাঁচ টাকার জন্য ভ্যানচালকের ঘুষিতে প্রাণ হারালো কৃষক
সাতক্ষীরা প্রতিনিধি
২১ মার্চ ২০২৩, মঙ্গলবারমাত্র পাঁচ টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভ্যানচালকের ঘুষিতে মোমরেজুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত রোববার রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার মোচড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমরেজুল ইসলাম (৫০) মোচড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। ভ্যানচালক মিন্টু (৩৫) একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, সাতক্ষীরা সদর উপজেলার মোচড়া গ্রামের ভ?্যান চালক পিন্টুর সঙ্গে একই গ্রামের কৃষক মোমরেজুলের সঙ্গে ৫ টাকা ভাড়া নিয়ে বিরোধ বাধে। পিন্টু মোমরেজুলের উপর হামলা চালায়। এতে সে মারাত্মক আহত হয়। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় হামলাকারী মিন্টুকে আটক করা সম্ভব হয়নি। নিহত পরিবারের পক্ষ থেকেও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।