ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

ক্রেডিট সুইস ব্যাংক বাঁচাতে এগিয়ে এলো ইউবিএস

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ২০ মার্চ ২০২৩, সোমবার, ৫:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:১৯ পূর্বাহ্ন

mzamin

একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে মার্কিন ব্যাংক। সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের দরজা আগেই বন্ধ হয়েছে।   এবার মার্কিন যুক্তরাষ্ট্রে দেউলিয়া হওয়ার পথে ক্রেডিট সুইস ব্যাংক।  সঙ্কটের মুখোমুখি হওয়ায় প্রতিষ্ঠানটিকে কিনে নিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে  ইউনিয়ন ব্যাংক অফ সুইজারল্যান্ড (ইউবিএস)। জানা গেছে, ৩০০ কোটি ডলারের বিনিময়ে বিক্রি হয়ে যাবে সুইজারল্যান্ডের প্রাচীন ব্যাংকটি। যা বাজার বন্ধ হওয়ার সময় ব্যাংকের মূল্যের তুলনায় প্রায় ৬০% কম।  চুক্তির অংশ হিসাবে ইউবিএস-কে ১০০ বিলিয়ন ডলারের 'লিকুইডিটি লাইন' দিতে সম্মত হয়েছে সুইস ন্যাশনাল ব্যাংক। 

সুইস ন্যাশনাল ব্যাংক এক বিবৃতিতে বলেছে, “ইউবিএস  ক্রেডিট সুইসের নিয়ন্ত্রণ নিতে চলেছে । এই পদক্ষেপ আর্থিক স্থিতিশীলতা সুরক্ষিত করবে এবং সুইস অর্থনীতিকে রক্ষা করবে।" ক্রেডিট সুইসকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচানোর পাশাপাশি ব্যাংকিং সংকট যাতে আরও গভীর হয়ে অন্য ব্যাংকে ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ইউবিএস। ক্রেডিট সুইস ব্যাংক সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ও এটির বয়স প্রায় ১৬৭ বছর। গত সপ্তাহে এক ধাক্কায় ক্রেডিট সুইস ব্যাংকের এক চতুর্থাংশ শেয়ার পড়ে যায়।

বিজ্ঞাপন
ক্রেডিট সুইস ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, সেক্ষেত্রে তা হবে আর্থিক বাজারের জন্য বড় ধাক্কা। গত শুক্রবার ব্যাংকের ভ্যালুয়েশন ছিল প্রায় ৮ বিলিয়ন ডলার। তবে ২ বিলিয়ন ডলারের বিনিময়ে ক্রেডিট সুইসের সব শেয়ার চলে যাচ্ছে ইউবিএস-এর হাতে। এদিকে এই চুক্তি সম্পন্ন করতে নিজেদের দেশের আইন বদল করতে চলেছে সুইজারল্যান্ড। 

সাধারণত, এই ধরনের চুক্তির ক্ষেত্রে শেয়ারহোল্ডারদের ভোট নেওয়া হয়। তবে এই চুক্তির ক্ষেত্রে যাতে শেয়ারহোল্ডাররা  বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্য আইনে বদল আনছে সে দেশের সরকার। ক্রেডিট সুইস  বছরের পর বছর ধরে বিনিয়োগকারী এবং গ্রাহকদের আস্থা হারাচ্ছিল। ২০২২ সালে বিশ্বব্যাপী আর্থিক সংকটের পর সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলো ক্রেডিট সুইস। তবে বড় ধাক্কাটি আসে গত সপ্তাহে।  যখন  সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংক দেউলিয়া ঘোষণা করে। বিনিয়োগকারী ও গ্রাহকদের আস্থা হারাতে থাকায় ব্যাংকটি দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।"

সুইস কর্মকর্তারা বলছেন, ''এটি ক্রেডিট সুইসের জন্য একটি অত্যন্ত চ্যালেঞ্জিং সময় ছিল যখন ব্যাংক কর্তৃপক্ষ  সমস্যা সমাধানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। অবশেষে  আমরা একটি সমাধানে পৌঁছাতে বাধ্য হয়েছি যা একটি টেকসই ফলাফল প্রদান করবে ''। সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের আর্থিক নিয়ন্ত্রকদের সাথে কয়েক দিনের টানা  আলোচনার পরে জরুরি অধিগ্রহণে সম্মত হয় ইউবিএস । মার্কিন কর্তৃপক্ষ বলেছে যে তারা এই পদক্ষেপকে সমর্থন করেছে এবং টেকওভারে সহায়তা করার জন্য সুইস কেন্দ্রীয় ব্যাংকের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে । মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এবং ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েল একটি যৌথ বিবৃতিতে বলেছেন-''আমরা মার্কিন আর্থিক ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে  সুইস কর্তৃপক্ষের ঘোষণাকে স্বাগত জানাই। '' 

ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড বলেছেন, ব্যাংকিং সেক্টর স্থিতিস্থাপক রয়েছে, কিন্তু প্রয়োজন হলে ইসিবি ব্যাংকগুলোকে তাদের ক্রিয়াকলাপগুলির জন্য তহবিল দিয়ে সহায়তা করতে প্রস্তুত। আমি সুইস কর্তৃপক্ষের নেওয়া  দ্রুত পদক্ষেপকে স্বাগত জানাই। ''ব্যাংক অফ ইংল্যান্ডও এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেছে -'' আমরা আন্তর্জাতিক প্রতিপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত  এবং তাদের পরিকল্পনা বাস্তবায়নে নিজেদের সমর্থন অব্যাহত রাখব।  ইউকে ব্যাংকিং ব্যবস্থা  এই মুহূর্তে  নিরাপদ আছে।''

সূত্র : সিএনএন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status