অনলাইন
কবিতা
আত্মকেন্দ্রিক উন্নাসিক
শহীদুল্লাহ ফরায়জী
(২ বছর আগে) ২০ মার্চ ২০২৩, সোমবার, ৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৯ পূর্বাহ্ন

(আনবার নাওয়ারের জন্মদিনে)
তোমার ভালোবাসায়
আমি সামান্য, অসামান্যতায়
স্বর্গের দেবতা হয়ে ওঠি
অবিস্মরণীয় জোসনার প্লাবনে
পরিপ্লাবিত হই,
জীবন ও ভাগ্যের বাগানে
অবিরত জন্মাচ্ছে চিরস্থায়ী ফুল,
আশ্চর্যজনক আলোকমণ্ডলে
আমি পরিবৃত হয়ে পড়ি।
তোমার নিখাদ ভালোবাসায়
অনন্ত বসন্ত হেঁটে বেড়ায়
অতলস্পর্শী পরিপূর্ণতার ভিতর,
প্রেম চৈতন্যের মহাসমুদ্রে
আগ্নেয়গিরির রূপান্তর।
তোমার ভালোবাসায়
মহৎ জীবন উদযাপন
আনন্দ -বিরহ করে করমর্দন,
তোমার ভালোবাসায়
অহং আর আমিত্ব
চিরতরে করেছি বিসর্জন।
তোমার ভালোবাসা
পক্ষপাতহীন সম্মান ও অবস্থান,
তোমার ভালোবাসা যেন
রাজকীয় উপাখ্যান
অন্তর্ভেদী জ্যোতির সন্ধান,
তোমার ভালোবাসা
বাসনার আগুন আত্মসাৎ করা
অন্তহীন পবিত্রতার প্রার্থনা গান।
তোমার ভালোবাসায়
মৃত্যু প্রসাধন হবে অসাধারণ
পরিশেষে নক্ষত্রলোকে দেখা দেবে
পরম সত্তার দর্শন।
হে আত্মদর্শনের প্রেম,
তোমাকে অভিনন্দন।