কলকাতা কথকতা
কবীর সুমন-তসলিমা নাসরিনের কথার লড়াই
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ দিন আগে) ১৯ মার্চ ২০২৩, রবিবার, ৪:০১ অপরাহ্ন
সামাজিক যোগাযোগ মাধ্যমে কবীর সুমন আর তসলিমা নাসরিনের কথার লড়াই বেশ জমে উঠেছে। তবে বিষয়টা বেশ নিষিদ্ধ- যৌন সক্ষমতা। জন্মদিনে কবীর সুমন আনন্দবাজারকে একটি সাক্ষাৎকার দিয়ে বলেন, তিনি ৭৫ বছর বয়সেও চূড়ান্ত যৌন সক্ষম। বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন প্রথমে লিখিতভাবে পরে ফেসবুক লাইভে এসে কবীর সুমনকে তীব্র আক্রমণ করেন। বলেন, তাকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে বাংলাদেশের গায়িকা সাবিনা ইয়াসমিন তাকে ছেড়ে চলে গেল কেন? ফেসবুক লাইভে তিনি প্রশ্ন তোলেন, ৭৫ বছর বয়সে একজন পুরুষ যৌন সক্ষম এবং তিনি সেটি জাহির করছেন। এই উপমহাদেশের একজন নারী যদি বলেন, ৮০ বছর বয়সেও তিনি যৌনসক্ষম তাহলে তাকে ছি ছি করা হবে। আজকাল অবশ্য পুরুষ-নারী যে কোনও বয়সেই যৌনসক্ষম হতে পারে ভায়াগ্রা ব্যবহার করে। তসলিমা নাসরিন বলেছেন, এই উপমহাদেশের আবেগ আহত হবে এই কারণে।
পাঠকের মতামত
What Taslima wanted to say “ প্রমাণ দাও"