খেলা
মানবজমিন-মার্সেল বিশ্বকাপ ক্যুইজের ড্র
স্পোর্টস রিপোর্টার
১৯ মার্চ ২০২৩, রবিবার
কাতার বিশ্বকাপ ফুটবলপ্রেমীদের আনন্দ জুগিয়েছে এক মাস। ‘মার্সেল-মানবজমিন ফুটবল বিশ্বকাপ ক্যুইজ-২০২২’ সেই আনন্দ বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণে। গতকাল মানবজমিন কার্যালয়ে ক্যুইজের ড্র অনুষ্ঠিত হয়। এতে পুরস্কার পেয়েছেন ভাগ্যবান ১৮ জন। এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক মাহবুবা চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক কেএম বাবর আশরাফুল হক, স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহজাদা সেলিম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. পারভেজ ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। বার্তা সম্পাদক কাজল ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও ছিলেন- মানবজমিন-এর বিজ্ঞাপন মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন, প্রধান হিসাব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, জেনারেল ম্যানেজার (প্রচার বিভাগ) সারোয়ার হোসেন টুটুল ও ক্রীড়া বিভাগের প্রধান সামন হোসেন। প্রথম পর্বের বিজয়ীরা ১ম পুরস্কার- রিজভী (০১৯১৩৮০০৬৬০) ২য় পুরস্কার - সাইদুল (০১৭২০৯৭০৭৪১) ৩য় পুরস্কার- নীতি (০১৯২৭৯৯৮৮৭১) ৪র্থ পুরস্কার ৩টি- লিটন (০১৭১২৪২১০৬৬), আরবিনা (০১৭৪১২৪৮১৬৩), রাব্বি (০১৯২৮০৪৯০৭৩), ৫ম পুরস্কার ৩টি- অন্তর (০১৭৭৪৭৬৮১২২), নয়ন (০১৯৪২৩৬২৯৫৩), আবু সাইদ (০১৭৫৪২৩৮৫১৩)। দ্বিতীয় পর্বের বিজয়ীরা ১ম পুরস্কার- আদিবা (০১৯৪৭২০৬৯৪৪), ২য় পুরস্কার- রাহি (০১৭১৩৬৫৯৮৯২), তৃতীয় পুরস্কার- রাজু (০১৭৭৯৪৩২১৬৯), ৪র্থ পুরস্কার ৩টি- হীরা (০১৭৬৮১২২৮০৮), লাবণী (০১৩০১৯২৬৩৫৯), সাইফুল (০১৭১৯৩০৭১৭২), ৫ম পুরস্কার ৩টি- নিঝুম (০১৭০৬৪৪৬১৩৪) হাসান (০১৩১৮৯৯৩৯০৫), বাসির (০১৯২২৫৪৪৫৪৯)।