অনলাইন
তীব্র তাপপ্রবাহের জের, লাখ লাখ মরা মাছ ভেসে উঠলো অস্ট্রেলিয়ার নদীতে
মানবজমিন ডিজিটাল
(১ সপ্তাহ আগে) ১৮ মার্চ ২০২৩, শনিবার, ৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:২১ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েস্টের সুদূর পশ্চিমে মেনিন্ডি শহরের কাছে ডার্লিং-বাকা নদীতে লক্ষাধিক মাছ মারা গেছে। বনি ব্রিম, মারে কড, গোল্ডেন পার্চ, সিলভার পার্চ এবং কার্প জাতীয় মাছের দেহ ভেসে উঠেছে নদীর পানিতে। একসাথে এতগুলো মাছের মৃত্যুর জেরে মারে-ডার্লিং নদীর পানির গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । গার্ডিয়ান অস্ট্রেলিয়ার সাথে কথা বলার সময় মেনিন্ডির বাসিন্দারা বলছেন যে, এর আগেও নদীতে মাছ ভেসে উঠেছে। তবে লক্ষাধিক মাছের মৃত্যু এই প্রথম । ২০১৯ সালে একই অঞ্চলে খরার সময় প্রায় দশ লাখ মাছ মারা গিয়েছিল কারণ তাপমাত্রার দ্রুত বৃদ্ধির ফলে নদীতে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছিলো। ২০১২ সালে, নদীটির পানি শুকিয়ে যাওয়া থেকে রক্ষায় ১৩ বিলিয়ন ডলার খরচ করা হয় এবং স্বাস্থ্যকর স্তরে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। মারে ডার্লিং বেসিন কর্তৃপক্ষ বলছে, কৃষি, শিল্প ও অন্যান্য কাজে স্থানীয়রা নদীর পানি ব্যাপক হারে ব্যবহার করেছে। ফলে জলের প্রবাহ কম। এর মধ্যেই মেনিন্ডি শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আশঙ্কা।
সূত্র : দ্য গার্ডিয়ান