বাংলারজমিন
বাকেরগঞ্জে আশ্রয়ণের ঘর পাচ্ছেন আরও ২৭৭টি পরিবার
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
১৯ মার্চ ২০২৩, রবিবারবরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় আরও ২৭৭টি পরিবার শেখ হাসিনার উপহার হিসেবে পাচ্ছেন আশ্রয়ণের ঘর। জানা গেছে, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৫৪৩টি পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন। ইতিমধ্যে ১ম পর্যায়ে ১২০টি, ২য় পর্যায়ে ৫০টি ও ৩য় পর্যায়ে ৯৬টি গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। ৪র্থ পর্যায়ে আরও ২৭৭টি ঘর আগামী ২২শে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। নতুন ঘর পেতে যাওয়া রঙ্গশ্রী ইউপি’র আব্দুল খালেক হাওলাদার জানান, আগে পরিবার নিয়ে মাটির ঘর তৈরি করে অন্যের জমিতে বসবাস করতাম এখন আমি প্রধানমন্ত্রীর দেয়া ঘর পাবো এরচেয়ে আমার জীবনে আর কিছুই চাওয়া পাওয়ার নেই। বাকেরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল জানান, আশ্রয়ণ প্রকল্প যেন সেই নিরাপদ আশ্রয়ের চূড়ান্ত রূপ। সারা দেশের মতো বাকেরগঞ্জে আশ্রয়ণের ঘর পাবে ২৭৭টি পরিবার। তাদেরকে ২ শতাংশ জমির মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র ওইদিন বুঝিয়ে দেয়া হবে।