বাংলারজমিন
রায়পুরা পৌর বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ
নরসিংদী প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, রবিবার
নরসিংদীর রায়পুরা পৌর বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান মানিক-এর নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তবারক বিতরণ করা হয়েছে। গতকাল সকালে নরসিংদীর রায়পুরার কান্দাপাড়ায় মানিক হাউজ প্রাঙ্গণে রায়পুরা পৌর বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান মানিকের নেতৃত্বে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আয়োজিত মিলাদ মাহফিলে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি’র আহ্বায়ক খায়রুল কবির খোকনের সুস্থতা কামনা করেও সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়। গত ১৪ই মার্চ ঢাকা আদালতে হাজিরা দিতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খোকন। এখন ল্যাব এইড হাসপাতালে ভর্তি আছেন তিনি।