বিনোদন
বুবলীর স্পেশাল ঈদ
স্টাফ রিপোর্টার
১৯ মার্চ ২০২৩, রবিবার
চলতি সময় চলচ্চিত্র অভিনেত্রীদের মধ্যে সর্বাধিক ব্যস্ত সময় পার করছেন শবনম বুবলী। তার অভিনীত ছবিগুলো মুক্তির আগে রয়েছে আলোচনায়ও। এখন তার হাতে রয়েছে বেশকিছু ছবি। এরমধ্যে বুবলীর বেশকিছু ছবি ঈদে মুক্তির কথা রয়েছে। সেটা হলে এবারের ঈদটা বুবলীর জন্য হতে যাচ্ছে স্পেশাল। বুবলী অনেক আগেই শেষ করেছেন তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’-এর কাজ। এ সিনেমায় বুবলীর নায়ক শাকিব খান। অন্যদিকে ‘প্রহেলিকা’- সিনেমায় বুবলীকে দেখা যাবে মাহফুজ আহমেদের বিপরীতে। এরইমধ্যে ছবির গান ‘মেঘের নৌকা’- বেশ প্রশংসিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
বিজ্ঞাপন