বিনোদন
রানির পাল্টা জবাব
বিনোদন ডেস্ক
১৯ মার্চ ২০২৩, রবিবার
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’- ছবি মুক্তি পাওয়ার পর থেকেই রানী মুখার্জির প্রশংসা কুড়াচ্ছেন গোটা বলিউডের। কিন্তু নরওয়ের রাষ্ট্রদূত হ্যান্স জেকব ফ্রাইডেনলুন্ড ছবি নিয়ে অসন্তুষ্ট। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন তিনি। নরওয়ের রাষ্ট্রদূতকে আবার পাল্টা জবাব দিয়েছেন বাস্তবের ‘মিসেস চ্যাটার্জি’ সাগরিকা। টুইটারে হ্যান্স একটি প্রতিবেদন শেয়ার করে লিখেন, এটিতে পারিবারিক জীবন নিয়ে নরওয়ের প্রচলিত ধ্যান-ধারণাকে ভুলভাবে দেখানো হয়েছে। শিশুকল্যাণ সংস্থা একটি অত্যন্ত দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠান। তা টাকা বা লাভের প্রলোভনে পা দেয় না। এই টুইটের স্ক্রিনশট শেয়ার করে রাষ্ট্রদূতের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন সাগরিকা। জানান, এত বছর পরও নরওয়ে সরকার তার কাছে ক্ষমা চায়নি। তার জীবন নষ্ট করে দিয়েছে, সম্মানহানিও করা হয়েছে।