খেলা
‘বিপজ্জনক’ আইরিশদের নিয়ে সতর্ক বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
১৮ মার্চ ২০২৩, শনিবার
ইংলিশদের বিপক্ষে স্বপ্নের মতো টি-টোয়েন্টি সিরিজ শেষ করার পর সপ্তাহ খানেকও বিশ্রামের সুযোগ মেলেনি বাংলাদেশের ক্রিকেটারদের। এরইমধ্যে শুরু আরও একটি সিরিজ। এবার টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। সামপ্রতিক ফর্ম, কন্ডিশন আর শক্তিমত্তা বিবেচনায় আয়ারল্যান্ডের সামনে পরিষ্কার ফেভারিট সাকিবের দল। তারপরও আইরিশদের নিয়ে বেশ সতর্ক বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আজ সিলেটে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে দু’দল। খেলা শুরু দুপুর ২টায়। ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেছিল আয়ারল্যান্ড। এরপর ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল তারা। এবার ১৫ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আইরিশরা।
বিজ্ঞাপন