ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

বাংলাদেশকে ধাপে ধাপে এগিয়ে নিতে চান কাবরেরা

স্পোর্টস রিপোর্টার
২৭ মে ২০২২, শুক্রবার
mzamin

এশিয়া কাপ বাছাইয়ের আগে ইন্দোনেশিয়ায় প্রীতি ম্যাচ খেলবেন জামাল ভূঁঁইয়ারা। তাই গতকাল  রাতে জাকার্তার উদ্দেশ্যে রওয়ানা হয় ৩৯ জনের জাতীয় দলের বহর। যার মধ্যে ২৭ জন স্প্যানিয়ার্ড কোচ হাভিয়ের কাবরেরার শিষ্য। প্রীতি ম্যাচ খেলে জাকার্তা থেকে ২রা জুন এশিয়া কাপ বাছাই খেলতে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ জাতীয় দল।
চোটে রয়েছেন জাতীয় দলের গোলকিপার শহিদুল আলম সোহেল, ফরোয়ার্ড সাদ উদ্দিন, মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। কলকাতায় এএফসি কাপ খেলা বসুন্ধরা কিংসের চার ফুটবলার তারিক কাজী, মাশুক মিয়া জনি, মতিন মিয়া ও সুমন রেজাও ইনজুরির সঙ্গে লড়ছেন। ফলে ৮ই জুন মালয়েশিয়ার কুয়ালামপুরে শুরু হতে যাওয়া এশিয়া কাপে কিংসের চার ফুটবলারের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। তারপরও এই চারজনকে রেখেই জাতীয় দল সাজিয়েছেন কাবরেরা। তবে শেষ পর্যন্ত এই চারজন খেলতে না পারলে নতুন একটা দল নিয়ে কোচ হিসেবে নিজের দ্বিতীয় অভিজান শুরু করতে হবে হাভিয়ের কাবরেরাকে। 
নতুনদের নিয়েই ভালো কিছুর আশা অধিনায়ক জামাল ভূঁইয়ারও। জাকার্তা যাওয়ার আগে গতকাল দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নতুনদের নিয়ে আশার কথা শোনান জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘কোচ আগেই বলেছেন যারা আসছে তাদেরকে শতভাগ দিতে হবে।

বিজ্ঞাপন
আমাদের এই দলে অনেক নতুন খেলোয়াড় আছে। আমি মনে করি তাদের এখন নিজেদের প্রমাণের পালা। যারা যেতে পারছে না তাদের নামের দিকে তাকালে বুঝতে পারবেন তারা কতটা অভিজ্ঞ এবং বড় প্লেয়ার। অবশ্যই আমি বিশ্বাস করি নতুন যারা এসেছেন তারা ভালো করবেন।’
স্প্যানিয়ার্ড কোচ কাবরেরার এবারের চ্যালেঞ্জটা কঠিন। প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া এবং এশিয়া কাপ বাছাইয়ে ই-গ্রুপে প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মালয়েশিয়া র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে বাংলাদেশের চেয়ে। ৮ই জুন বাহরাইনের বিপক্ষে বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবেন জামালরা। কঠিন পরীক্ষার আগে আপাতত ইন্দোনেশিয়া ম্যাচ নিয়েই ভাবছেন কোচ। তিনি বলেন, ‘ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। ইন্দোনেশিয়া থেকে ভালো কিছু নিয়ে মালয়েশিয়ার বিমানে উঠতে চাই। প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারলে সুযোগ তৈরি হবে। আপনাকে ভালো করতে হলে নব্বই মিনিট ধরে সমান তালে খেলতে হবে। আমরা জানি প্রতিপক্ষরা সবাই শক্তিশালী। তাই বলে তো হাল ছাড়া যাবে না। এবারের প্রতিযোগিতা খেলোয়াড়দের নিজেদের প্রমাণ করার দারুণ সুযোগ।’
বাংলাদেশ দল: আনিসুর রহমান, মো. নাইম, আশরাফুল ইসলাম রানা, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইসা ফয়সাল, তারেক কাজী, সোহেল রানা, আতিকুর রহমান ফাহাদ, বিপলু আহমেদ, মো. ইব্রাহিম, রাকিব হোসেন, মেরাজ হোসেন, জামাল ভূঁইয়া, পাপন সিং, মাসুক মিয়া জনি, জাফর ইকবাল, ফয়সাল আহমেদ ফাহিম, সাজ্জাদ হোসেন, মাহবুবুর রহমান, মতিন মিয়া ও সুমন রেজা।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status