খেলা
সিটিতে চুক্তি বাড়লো আলভারেজের
স্পোর্টস ডেস্ক
(৬ মাস আগে) ১৭ মার্চ ২০২৩, শুক্রবার, ৪:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৮ পূর্বাহ্ন

ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার বছর পার হওয়ার আগেই চুক্তির মেয়াদ বাড়লো হুলিয়ান আলভারেজের। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবটিতে খেলবেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ক্লাবের ওয়েবসাইটে গত বৃহস্পতিবারের বিবৃতিতে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানায় সিটি। গত গ্রীষ্মের দলবদলে প্রিমিয়ার লীগের ক্লাবটিতে যোগ দেন হুলিয়ান আলভারেজ। প্রাথমিকভাবে ইংলিশ চ্যাম্পিয়নদের সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তি হয়েছিল তার। সিটিতে চলতি মৌসুমে আর্লিং ব্রট হালান্দের উপস্থিতিতে সেভাবে প্রাদপ্রদীপের আলোয় না থাকলেও এরই মধ্যে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন আলভারেজ। ২৩ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে করেছেন ১০ গোল। শুরুর একাদশে ছিলেন ১১ ম্যাচে। কাতারে গত বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন আলভারেজ। আসরে ৪ গোল করেন তিনি।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]