বিনোদন
বঙ্গবন্ধু’র জন্মদিনে চ্যানেল আইয়ের আয়োজন
স্টাফ রিপোর্টার
১৭ মার্চ ২০২৩, শুক্রবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইতে আজ সারাদিন নানা ধরনের অনুষ্ঠানমালার আয়োজন রয়েছে। রাত ১টায় এবং সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব। সকাল ৭টা ৩০ মিনিটে গান দিয়ে শুরুতে থাকছে রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার পরিবেশনায় ‘বঙ্গবন্ধুর প্রিয় গান’। দুপুর ৩টা ৫ মিনিটে মতিয়ারা বানু শুকু এর রচনা ও পরিচালনায় প্রচার হবে টেলিফিল্ম ‘পিতৃছায়া’। বিকাল ৫টা ২০ মিনিটে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় দেশ-বিদেশে রান্নার বিশেষ পর্ব বঙ্গবন্ধু’র প্রিয় খাবার। বিকাল ৫টা ৪৫ মিনিটে ড. আতিউর রহমান-এর সঞ্চালনায় এবং ইফতেখার মুনিম এর পরিচালনায় বঙ্গবন্ধু সম্পর্কে দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিকের মূল্যবান বর্ণনা নিয়ে বিশেষ অনুষ্ঠান নান্দনিক বঙ্গবন্ধু। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সরাসরি সম্প্রচার প্রিয়শিল্পী ফেরদৌস আরা ও তার সুরসপ্তক-এর শিশুকিশোরদের অংশগ্রহণে উচ্চাঙ্গ সংগীতের বিশেষ আয়োজন। রাত ৮টা ৩০ মিনিটে মেট্রোসেম টু দ্য পয়েন্ট বিশেষ পর্ব।