কলকাতা কথকতা
আইএসএলের ফাইনালে উঠলো এটিকে মোহনবাগান
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১৩ মার্চ ২০২৩, সোমবার, ১১:৫০ অপরাহ্ন

ভারতের সেরা ফুটবল লিগ আইএসএলের ফাইনালে উঠলো এটিকে মোহনবাগান। সোমবার রাতে সল্ট লেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে তারা সেমিফাইনালে টাই ব্রেকারে হারালো হায়দরাবাদকে ৪-৩ গোলে। রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতায় ১২০ মিনিটের লড়াই গোলশূন্য থাকার পর টাই ব্রেকারে খেলার নিষ্পত্তি হলো। ফাইনালে এটিকে মোহনবাগানকে খেলতে হবে বেঙ্গালুরুর বিরুদ্ধে। শনিবার গোয়ায় এই ফাইনালটি হবে। ঘড়িতে তখন রাত ১০টা বেজে ৩৫ মিনিট। এই রাতেও মোহনবাগান সমর্থকরা খুশির প্লাবনে মেতেছেন। দলের অধিনায়ক প্রীতম কোটাল টাই ব্রেকারে জয়সূচক গোলটি করার সঙ্গে সঙ্গে মোহনবাগান জনতা উল্লাসে ফেটে পড়ে। ম্যাচের ১২০ মিনিটেই খেলার নিস্পত্তি করে নিতে পারতো এটিকে মোহনবাগান। কিন্তু তাদের শট বারে লাগে এবং কয়েকটি সুযোগ তারা নষ্ট করে। হায়দরাবাদ চেষ্টা করেছে প্রচুর। কিন্তু তাদের প্রয়াসের মধ্যে তেমন গঠনমূলকতা ছিল না। সোমবার রাতের কলকাতা সবুজ মেরুন হয়ে যায় মোহনবাগান সমর্থকদের উল্লাসে। রাত পৌনে ১১টায় যুবভারতীর সামনে জয়োল্লাস। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এটিকে মোহনবাগানের গোলকিপার বিশাল কাইত।