রাজনীতি
আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না- ইইউ রাষ্ট্রদূতদের জানালেন বিএনপি নেতারা
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ১২ মার্চ ২০২৩, রবিবার, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩০ পূর্বাহ্ন

বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের ৭টি দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বৈঠকে আমরা সাম্প্রতিক ও বিভিন্ন ইস্যুতে কথা বলেছি। দেশের মানুষ যেসব বিষয় পর্যবেক্ষণ করছে সেসব বিষয়ে অর্থাৎ নির্বাচন নিয়ে কথা হয়েছে। বিশ্বের যারা গণতান্ত্রিক দেশ তারা বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এছাড়া দেশের মানবাধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা বিশেষ করে আগামী নির্বাচন নিয়ে যে শঙ্কা কাজ করছে সেই দৃষ্টিভঙ্গি রয়েছে।
আমীর খসরু বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। এখানে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অবৈধ দখলদার সরকার ক্ষমতায় আছে। সেই প্রেক্ষাপটে আলোচনা হয়েছে। আবারও দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তবে দেশ যে সঙ্কটের দিকে যাবে সেই বিষয়ে তারা জানতে চেয়েছে। এই সরকার তো বিদেশেও ষড়যন্ত্র করছে।
প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবশ্যই বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। বিশ্বের যারা গণতান্ত্রিক বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তাদের সবার কাছে এই বিষয়টি পরিষ্কার করা হয়েছে যে, বাংলাদেশে বর্তমান অবৈধ, দখলদার ও অনির্বাচিত সরকারের অধীনে দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের সংসদ ও সরকার নির্বাচিত করতে পারবে না।
আজ রোববার সকালে একটি অফিসে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত ৭টি দেশের প্রতিনিধির সঙ্গে এই বৈঠক হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান আসাদ। এসময় ইউরোপীয় ইউনিয়নের ৭টি দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত
বিদেশীদের কাজ বিদেশীরা করবে আপনারা আপনাদের মত এগিয়ে যান। সরকারের পতন অনিবার্য। জনসমর্থন হারিয়ে কোন সরকার টিকে থাকতে পারেনা। এই সরকারও পারবেনা।
তাহলে তো আর কথায় নাই। পরবর্তী ৫ বছর আওয়ামী লীগের ক্ষমতায় থাকা কনফার্ম।
খোদ আমেরিকাতেও কিন্তু রাজনৈতিক সমস্যায় পড়েছিল কিন্তু তারা নিজেরাই কিন্তু তাদের সমস্যার সমাধান করেছে আর বাংলাদেশ ?? একটু হলেই বিদেশি হস্তক্ষেপ ! না করেই বা কোন উপায় আছে ? সব সরকারের দালাল। করে দেশে বিদেশে বাড়ি গাড়ি, ক্ষমতার পর ক্ষমতা করে বিনিময়, দেশ করে ধ্বংশ পরে বিদেশি শক্তিধর দেশগুলোর চলে পাইন মারা পরামর্শ।
It's very clear from the side of the BNP. The onus is now on the Awami hybrid regime to decide whether to hand over power to a non-partisan government or to cling to it in order to face harsh sanctions from the democratic world. in the near future.
মানুষের জান-মালের ক্ষতির ভয়ে আপনারা একদফার আন্দোলনে যাচ্ছেন না। তারা আপনাদের অবস্থানে থাকলে জান-মালের থোরাই কেয়ার করতো!
সুখ দুখ জীবনেরই অংশ তাই যারা এতদিন সুখ ভোগ করছেন তারা একটু দুখের স্বাদ নিন অন্যদের জায়গা করে দিন যারা এতদিন দুখে আছেন তাদের সুখের জন্য।