কলকাতা কথকতা
শিল্পে বাংলা এগোচ্ছে- সমীক্ষা রিপোর্ট কী তথ্য তুলে ধরলো
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ১১ মার্চ ২০২৩, শনিবার, ৪:৩৩ অপরাহ্ন
শনিবার ঠিক দুপুরবেলা নবান্ন তোলপাড়। এম এস এম ই এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল আর কনফাডারেশন অফ অর্গানিক ফুড প্রোডিউসার্স আন্ড মার্কেটিং এজেন্সির সমীক্ষা রিপোর্ট এসে পৌঁছায় এদিন নবান্নয়। এই দুই সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, শিল্প ক্ষেত্রে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পশ্চিমবঙ্গ এগিয়ে গেছে অন্য সব রাজ্য থেকে। ২০২১-২২ সালে রাজ্যে বিনিয়োগ হয়েছে ৪৭৭৪৬.৬২ কোটি টাকা। সি এম এম আই রিপোর্ট ও একই কথা বলছে। ২০২২-২৩ অর্থবর্ষে ২৩ হাজার ৮৮০ কোটি টাকার কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে। ২০২১-২২ থেকে প্রায় ৯৫ শতাংশ বেশি। এমএসএমই ইপিসি এর চেয়ারম্যান ডি এস রাওয়াত ও একই কথা জানিয়েছেন। রাওয়াত বলেছেন, ক্ষুদ্র মাঝারি শিল্পে পশ্চিমবঙ্গে এক কোটি পয়ত্রিশ লক্ষ বাহান্ন হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে যার স্থান উত্তরপ্রদেশের পরেই। ছটি বড় প্রকল্প পশ্চিমবঙ্গে হয়েছে যার প্রতিটিতে পাঁচশো কোটি টাকার বেশি লগ্নি।