ঢাকা, ২ এপ্রিল ২০২৩, রবিবার, ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ১০ রমজান ১৪৪৪ হিঃ

কলকাতা কথকতা

শিল্পে বাংলা এগোচ্ছে- সমীক্ষা রিপোর্ট কী তথ্য তুলে ধরলো

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(৩ সপ্তাহ আগে) ১১ মার্চ ২০২৩, শনিবার, ৪:৩৩ অপরাহ্ন

শনিবার ঠিক দুপুরবেলা নবান্ন তোলপাড়। এম এস এম ই এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল আর কনফাডারেশন অফ অর্গানিক ফুড প্রোডিউসার্স আন্ড মার্কেটিং এজেন্সির সমীক্ষা রিপোর্ট এসে পৌঁছায় এদিন নবান্নয়। এই দুই সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, শিল্প ক্ষেত্রে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পশ্চিমবঙ্গ এগিয়ে গেছে অন্য সব রাজ্য থেকে। ২০২১-২২ সালে রাজ্যে বিনিয়োগ হয়েছে  ৪৭৭৪৬.৬২ কোটি টাকা। সি এম এম আই রিপোর্ট ও একই কথা বলছে। ২০২২-২৩ অর্থবর্ষে ২৩ হাজার ৮৮০ কোটি টাকার কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে। ২০২১-২২ থেকে প্রায় ৯৫ শতাংশ বেশি। এমএসএমই ইপিসি এর চেয়ারম্যান ডি এস রাওয়াত ও একই কথা জানিয়েছেন। রাওয়াত বলেছেন, ক্ষুদ্র মাঝারি শিল্পে পশ্চিমবঙ্গে এক কোটি পয়ত্রিশ লক্ষ বাহান্ন হাজার মানুষের কর্মসংস্থান  হয়েছে যার স্থান উত্তরপ্রদেশের পরেই। ছটি বড় প্রকল্প পশ্চিমবঙ্গে হয়েছে যার প্রতিটিতে পাঁচশো কোটি টাকার বেশি লগ্নি।

বিজ্ঞাপন
মোট লগ্নির পরিমান চার হাজার ছ শো একশট্টি কোটি টাকা। ২-২১-২২ সালে রপ্তানি ক্ষেত্রেও এগিয়ে বাংলা। এই অর্থবর্ষে রপ্তানি হয়েছে ১০৩৫৯৯. ৭৬ কোটি টাকার। স্বাভাবতোই এই দুটি রিপোর্ট আসার পর সরকারি প্রশাসন কেন্দ্রে খুশির হিল্লোল দেখা যায়। মমতা বন্দোপাধ্যায় এর দপ্তরের এক সচিব বলেন, যেসব বিরোধীরা বলেন রাজ্যে কোনও কাজ হচ্ছে না, তাঁরা এবার কী বলবেন? 

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status