খেলা
টি-টোয়েন্টিতে জয়ে শুরু সাকিবদের
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:১৭ অপরাহ্ন

জয়ের ভিতটা গড়ে দিয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত। এরপর ব্যাট হাতে নৈপুণ্য দেখালেন সাকিব আল হাসান। শান্ত-সাকিবদের আলো ছড়ানো ব্যাটিংয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয় পেলো বাংলাদেশ।
ইংল্যান্ডের দেয়া ১৫৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৩৩ রান তোলে বাংলাদেশ। ১৪ বলে ৪ বাউন্ডারিতে ২১ রান করে আউট হন রনি তালুকদার। লিটন দাস ফেরেন ১২ রানে। এরপর বিধ্বংসী ফিফটি হাঁকান নাজমুল হোসেন শান্ত। ৩০ বলে ৮ বাউন্ডারিতে ৫১ রান নেন তিনি। অভিষিক্ত তৌহিদ হৃদয় ফেরেন ২৪ রানে। এরপর ২৪ বলে ৬ বাউন্ডারিতে ৩৪ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক সাকিব আল হাসান। ১৫* রানে অপরাজিত ছিলেন আফিফ হোসেন।
২৭ বলে ফিফটি শান্ত’র
ওয়ানডে সিরিজে নৈপুণ্য দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও ফর্মটা ধরে রেখেছেন তরুণ এই ব্যাটার। মাত্র ২৭ রানে হাঁকিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। পঞ্চাশের কোঠা ছুঁতে শান্ত ৮টি বাউন্ডারি মেরেছেন। অভিষিক্ত তৌহিদ হৃদয় ফেরেন ২৪ রানে। ১৭ বলের ইনিংসটি ২ চার ও ১ ছক্কায় সাজান তিনি।
১২ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১১১ রান।
লিটনের সংগ্রহ ১২ রান
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মোটে সাত রান করেন লিটন দাস। দু’বার মারেন ডাক। এবার টি- টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও জুতসই সংগ্রহ পাননি টাইগার ওপেনার। ফিরলেন ১০ বলে ২ বাউন্ডারিতে ১২ রান করে। ৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬ রান বাংলাদেশের।
ভালো শুরুর পর ফিরলেন রনি
১৫৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৩ রানে প্রথম উইকেট হারালো বাংলাদেশ। দুর্দান্ত শুরুর পর ব্যক্তিগত ২১ রানে আদিল রশিদের শিকার হন রনি তালুকদার। ১৪ বলের ইনিংসটি ৪ বাউন্ডারিতে সাজান টাইগার ওপেনার। ৩.৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৩ রান বাংলাদেশের।