রাজনীতি
নিষ্ক্রিয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা বিএনপির
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন

দলীয় কর্মসূচিতে গরহাজির থাকায় এবার নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এর অংশ হিসেবে বুধবার মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩৩নং ওয়ার্ড কমিটির সহ সভাপতি কেএম শামসুর রহমানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জিয়াউর রহমান স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এ সিদ্ধান্ত নেন। এতে বলা হয়, কেএম শামসুর রহমান রাজনৈতিক কর্মসূচিতে অনুপস্থিতিসহ সাংগঠনিক নির্দেশনা অমান্যের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলটির নেতা-কর্মীরা জানান, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নে চলমান আন্দোলনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন দলের হাইকমান্ড। যার কারণে দলের ঘোষিত কর্মসূচিতে নেতা-কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। কোন কারণ ছাড়া ধারাবাহিকভাবে কর্মসূচিতে উপস্থিত না থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে দলটির। কেএম শামসুর রহমান বিগত কয়েকটি কর্মসূচিতে উপস্থিত হননি বলে জানা গেছে।