কলকাতা কথকতা
মধ্যরাতে দিল্লিতে অনুব্রত মন্ডলকে জেরা, বিচারপতির বাড়িতে বিশেষ আদালত
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ৮ মার্চ ২০২৩, বুধবার, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪৫ পূর্বাহ্ন
দমদম বিমানবন্দরে তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মন্ডলের হঠাৎই শ্বাসকষ্ট শুরু হলো। ছুটে এলেন চিকিৎসক। অনুব্রতকে পরীক্ষা করে জানালেন, তিনি বিমানে দিল্লি যাওয়ার মতো ফিট। শেষ চেষ্টাও ব্যর্থ হয়ে গেল। অনুব্রতকে নিয়ে ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) আধিকারিকরা রওয়ানা হয়ে গেলেন দিল্লি। অনুমান করা হয়েছিল, অনুব্রতর দিল্লি পৌঁছাতে রাত হয়ে যাবে। কার্যত মাঝরাত হয়ে যায় দিল্লি পৌঁছাতে। ইডি অনুব্রতকে নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চায়নি। ওই মাঝরাতেই কোর্ট বসে রাউলস অ্যাভিনিউ কোর্টের বিচারপতি রাকেশ কুমারের বাড়িতে। অনুব্রতকে প্রথমে ভার্চুয়ালি উপস্থিত করা হয়।
বিজ্ঞাপন