ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: দুদু

স্টাফ রিপোর্টার

(২ সপ্তাহ আগে) ৭ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৪০ অপরাহ্ন

mzamin

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচন আপনার অধীনে হবে না, তত্ত্বাবধায় সরকারের অধীনেই হবে, সেখানে আপনারা অংশগ্রহণ করবেন কিনা সেটা আপনাদের ইচ্ছে। 

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ ( জিসপ) এর উদ্যোগে, দৈনিক দিনকাল পত্রিকা প্রকাশ বন্ধের প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,  সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 
দুদু বলেন, আমার পাশে শিক্ষক সমাজ আছে তারা খুব কষ্টে আছে, শ্রমিক, কৃষক সবার একটাই দাবি দুর্নীতি বন্ধ করা। এখন সরকার জানমালের নিরাপত্তা দিতে পারছে না। প্রধানমন্ত্রী নিজে বলেছেন দুর্ভিক্ষ হবে। সংবাদপত্র ও মিডিয়ার মতো সব জায়গাতেই একই অবস্থা।

তিনি বলেন, সরকার বলে বিএনপি নির্বাচনে ভয় পায়, বিএনপি বারবার নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে, আমরা নির্বাচন ভয় পাই না। তারেক রহমানকে এই দেশে আসা বন্ধ করতে এমন কোন কাজ নেই যা সরকার করেছে না। অথচ জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছিলেন।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা সামনের নির্বাচনে আসবো কিন্তু নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। শেখ হাসিনাকে বলি, আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না, তত্ত্বাবধায় সরকারের অধীনে হবে, সেখানে আপনারা অংশগ্রহণ করবেন কিনা সেটা আপনাদের ইচ্ছে। 

তিনি বলেন, সরকার সবখাত ধ্বংস করে দেশকে ভঙ্গুর করে দিয়েছে। রাস্তায় নেমে আসা ছাড়া এই সরকারের পতন হবে না, এই সরকারের অধীনে নির্বাচনের যাওয়ার কথা যদি কেউ চিন্তাও করে সেটা হবে সবচেয়ে বড় ভুল। এসময় তিনি সবাই কে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহবানও জানান।

সমাজকল্যাণ পরিষদ সভাপতি গিয়াস উদ্দিন খোকন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জামাল হোসেন জামাল, জিনাফ সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।
 

বিজ্ঞাপন

পাঠকের মতামত

বিএনপি বরাবরই বলে আসছে এই সরকার কে এখনি পদত্যাগ করতে হবে। আবার বলছে তত্তাবধায়ক সরকারের দাবী মেনে নিতে বাধ্য করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই দুটি চাওয়া বা কথা সাংঘর্ষিক কি-না?

Tulip
৭ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১:৩৩ পূর্বাহ্ন

ট্রিলিয়ন ডলারের প্রশ্ন: ১)পরিস্থিতির খাতিরে যদি তত্তাবধায়ক সরকারের রুপরেখা নিয়ে আলোচনা হয়ও, আওয়ামী লীগ কোনভাবেই রাজি নয়, তাহলে বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দলের ইচ্ছা ছাড়া তত্তাবধায়ক সরকার কীভাবে গঠন হবে? ২) বিএনপির পছন্দ অনুযায়ী তত্তাবধায়ক সরকারের প্রধানকে আওয়ামী লীগ যদি কোনভাবেই মেনে না নেয় (অবশ্য মেনে নেওয়ার প্রশ্নই উঠে না) তাহলে কি হবে? কেউ কি আছেন এই দুটি প্রশ্নের উত্তর দিতে?

Tulip
৭ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১:২২ পূর্বাহ্ন

তত্ত্বাবধায়ক সরকার গঠনের অতীতের অভিজ্ঞতা ও অবিশ্বাস আর সন্দেহে ভরপুর। এমন কি নির্বাচনে পরাজিত দল সরাসরি তত্ত্বাবধায়ক সরকারের দোষারোপ করে । একমাত্র পথ হল রাজনীতিবিদদের সততা দেশকে শান্তিপূর্ণ নির্বাচন দিতে সক্ষম। নির্বাচন কমিশন কে শক্তিশালী ও নূন্যতম হলে ও নিরপেক্ষ করা । খালেদা জিয়ার ভাষায় বলতে হয় পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না । আর এদের দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন চলবে না ।

Kazi
৭ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১২:৩২ পূর্বাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status