বাংলারজমিন
ব্রিজ ভেঙে ট্রাক নদীতে
সাজেক-দীঘিনালা রুটে দূরপাল্লার যান চলাচল বন্ধ
খাগড়াছড়ি প্রতিনিধি
(১ বছর আগে) ৭ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৪ অপরাহ্ন
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদীর ওপর বেইলি সেতু ভেঙে একটি পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এতে দীঘিনালা-সাজেক ও বাঘাইছড়ি সড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে সাজেকে আসা পর্যটকবাহী পিকআপ এবং ছোট গাড়ি বিকল্প সড়ক দিয়ে চলাচল করতে পারছে।
চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। গাছ-বাস বোঝাই ট্রাক, পাথরবাহী ট্রাক, কাচামালবাহী অনেকগুলো গাড়ি আটকা পড়েছে সেতুর উভয় প্রান্তে। আজ সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
কাঁচামালবাহী ট্রাক ড্রাইভার মো. আব্দুল গফুর জানান, তিনি কলা নিয়ে কুমিল্লা যাবেন। গাড়িটি বড় হওয়ায় বিকল্প সড়ক দিয়ে যেতে পারছেন না। ভেঙে যাওয়া সেতু মেরামত না হওয়া পর্যন্ত আমাকে নদীর পূর্ব পাশেই থাকতে হবে। সেতু মেরামত করতে দেরি হলে আমার কাঁচামালগুলো নষ্ট হয়ে যাবে। সেতুটি দ্রুত মেরামত করা উচিত।
খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, এই বেইলি ব্রিজ দিয়ে ৫ টনের অধিক মালামাল পরিবহন নিষিদ্ধ। কিন্তু এটা জেনেও ১৫-২০ টনের অতিরিক্ত মালামাল পরিবহন করে ট্রাক চালকরা। এতে বেইলি ব্রিজটি ভেঙে পড়ে যায়। এই সড়কটি বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইসিবির অধীনে। তাদের সাথে আমাদের কথা হয়েছে। আশা করি শিগগিরই সেতুটি মেরামতের কাজ শুরু করা হবে।