ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

পঞ্চগড়ে গুজব ছড়ানোর অভিযোগে আটক ১৮

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ মার্চ ২০২৩, রবিবার, ৩:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৩ পূর্বাহ্ন

mzamin

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের লোকজন (কাদিয়ানী)-এর সঙ্গে সংঘর্ষের ঘটনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ১৮ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, শনিবার রাত ৯টার দিকে সামাজিক মাধ্যমে ও নানাভাবে গুজব রটানো হয় আহমদিয়া সম্প্রদায়ের লোকজন (কাদিয়ানী) দুই জন মুসলমানকে জবাই করে হত্যা করেছে। গুজব ছড়ানো দুষ্কৃতিকারীরা বিভিন্ন স্থানে গিয়ে নিজেরা লাশ দেখে এসেছেন জানিয়ে লোকজনকে উত্তেজিত করে তোলে।  এই গুজব ছড়িয়ে পড়লে মুহূর্তেই বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে দেশীয় লাঠিসোটা নিয়ে রাস্তায় নামে। তারা মিছিল বের করলে আতঙ্কে ফের পঞ্চগড় শহরের প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। যান চলাচলও বন্ধ হয়ে যায়। 

ওসি আরও বলেন, এ সময় পঞ্চগড় শহরের কদমতলা এলাকায় ওয়াকার ব্র্যান্ডের জুতার শোরুমসহ দুটি দোকান ভাংচুর করে মালামাল লুটপাট করে  দুষ্কৃতিকারীরা। এ সময় ট্রাক টার্মিনাল এলাকায় একটি মাইক্রোবাসেও আগুন দেওয়া হয়। এক পর্যায়ে শহরের সিনেমা হল সড়কে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরে পিছু হটেন বিক্ষোভকারীরা।

ওয়াকার শোরুমের ব্যবস্থাপক সুমন কুমার বলেন, আচমকা হামলা ও লুটপাট চালিয়ে শোরুম একেবারে শুন্য করে দেওয়া হয়।

বিজ্ঞাপন
এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। 

এদিকে পরিস্থতি শান্ত রাখতে রাত সাড়ে ৯টায় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত পঞ্চগড় বাজার মসজিদের মাইক দিয়ে সতর্কতামূলক মাইকিং করেন। 

কাদিয়ানীদের দ্বারা কোনো মানুষকে হত্যা করা হয়নি জানিয়ে তিনি বলেন, এটি গুজবমাত্র। লোকজনকে গুজবে কান না দিয়ে এবং আতংকিত না হয়ে শান্তিপূর্ণভাবে বাড়ি ফেরার আহ্বান জানান তিনি। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকেও গুজবে কান না দিতে প্রচারণা চালানো হয়।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status