রাজনীতি
জাতীয় নির্বাচন নিয়ে জনগণ শঙ্কিত : জাপা মহাসচিব
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ৪ মার্চ ২০২৩, শনিবার, ৭:০৯ অপরাহ্ন

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, সামনের জাতীয় নির্বাচন নিয়ে জনগণ শঙ্কিত। জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। যে নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে। নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে জনগণ তা জানে না। আমরা মনে করি, বর্তমান নির্বাচনী ব্যবস্থায় গণ রায়ের পূর্ণ প্রতিফলন ঘটা সম্ভব নয়। শনিবার জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, সরকারি দল নিজেদের অধীনে নির্বাচন করতে চায়। অন্য একটি দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে আন্দোলন করছে। কিন্তু এই দুই দলই তাদের অতীত বক্তব্যে এই ব্যবস্থাকে অকার্যকর প্রমাণ করেছে। জাতির দূর্ভাগ্য গত ৩২ বছর গণতন্ত্রের কথা বলে এই উভয় দল পালাক্রমে ক্ষমতায় থেকে একটা সর্বজন গৃহীত নির্বাচন পদ্ধতি প্রবর্তন করে নাই। গণতন্ত্রকে উভয় দল জনগণকে ধোঁকা দেয়ার মন্ত্র হিসেবে ব্যবহার করছে।
তিনি বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। কিন্তু স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি, অব্যবস্থাপনা, অনিয়ম, অদক্ষতায় এই মৌলিক অধিকার এখন সাধারণ মানুষের কল্পনামাত্র। সেবার অঙ্গীকার করা ডাক্তাররা ট্রেড ইউনিয়নের মতো সংগঠন করে অসুস্থ রোগীদের জিম্মি রেখে আন্দোলন করে। এটা জাতির দুর্ভাগ্য। সরকার হাজার-হাজার কোটি টাকার বড়-বড় মেগা প্রজেক্ট করছেন, কিন্তু মানুষের মৌলিক অধিকার চিকিৎসা উন্নয়নে তাদের কোনো আগ্রহ নেই। যেকোনো একটি মেগা প্রকল্পের টাকায় সব ক’টি উপজেলায় বিশেষায়িত হাসপাতাল করা সম্ভব ছিল। কিন্তু গত ৩২ বছরে মানুষের চিকিৎসার উন্নয়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। আমরা প্রতিটি উপজেলায় জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করে চিকিৎসক নিয়োগ দিয়েছিলাম। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এই খাতটি ঢেলে সাজিয়ে উন্নত চিকিৎসা ব্যবস্থা মানুষের কাছে পৌঁছে দেবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে মতবিনিময় সভাটি পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সেলিম উদ্দিন, এ্যাডভোকেট লিয়াকত, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, সুমন আশরাফ, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, জাকির হোসেন মৃধা, যুগ্ম সম্পাদক সমরেশ মন্ডল মানিক প্রমুখ।
পাঠকের মতামত
অতিসম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে জাতীয় পার্টির নেতারা জনসারথ বিষয়ে অনেক ভালো এবং কঠিন কথা বলছে যা ইতোপূর্বে শোন যায়নি। কিন্তু একটা কথা অস্পষ্ট আছে, যার জন্য দেশের মনুষ দীর্ঘ দিন থেকে আনদোলন করে যাচ্ছে, তা হলো মানুষের ভোটাধিকারসহ মৌলিক অধিকার গুলো ফিরিয়ে দেওয়ার ব্যাপারে জাতীয় পার্টির ভূমিকা কি হবে। আমরা আমজনতা জাতীয় পার্টির নেতাদের কাছথেকে এবিষয়ে পষ্ট বক্তব্য দেওয়ার দাবি জানাচ্ছি। ধন্যবাদ।