রাজনীতি
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের
অনলাইন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১ মার্চ ২০২৩, বুধবার, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫১ অপরাহ্ন

ফাইল ছবি
নিয়মিত শারীরিক চেকআপের জন্য সিঙ্গাপুর গেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়েন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা ছাড়েন সেতুমন্ত্রী। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৩রা মার্চ তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
পাঠকের মতামত
কথায় কথায় দেশের উন্নতির কথা বলেন, আর প্রায়ই চিকিৎসার জন্য দেশের টাকা খরচ করে বিদেশ ভ্রমন করেন , লজ্জা থাকা উচিত এই সকল জাতীয় নেতা নামের কলংকদের।
আমাদের দেশের হাসপাতাল, ডাক্তার-রা কি করবে? যাদের নিজের দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা নেই তারা ১৫ বছর ক্ষমতায় কি উন্নয়ন করলো? স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাওয়া লাগে ! কখনও শুনি নাই ইন্ডিয়ার কোনো এমপি মন্ত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর আমেরিকা গেছে !
kar takai Singapore giyeche............ata ki jante chawa ki amar oporadh?